shono
Advertisement
Teesta River

তিস্তার জলে লুকোনো বিপদ! লোহার রডে র‍্যাফট আটকে মর্মান্তিক দুর্ঘটনা, অনুশীলনেই মৃত্যু জওয়ানের

র‍্যাফটিংয়ের জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিতে গিয়ে বিপত্তি।
Published By: Kousik SinhaPosted: 01:34 PM Dec 23, 2025Updated: 01:50 PM Dec 23, 2025

বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: র‍্যাফটিংয়ের জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিতে গিয়ে বিপত্তি। সোমবার সিকিম সীমান্তের তারখোলায় তিস্তা নদীতে পড়ে মৃত্যু সেনা জওয়ানের। জানা যায়, নদীতে তলিয়ে থাকা পুরনো সেতুর ভাঙা অংশের লোহার রডে র‍্যাফট আটকে মর্মান্তিক এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

Advertisement

সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম রাজ শেখর। তিনি ১৯১ আর্টিলারি রেজিমেন্টের ল্যান্স নায়েক পদে শিলিগুড়ি সংলগ্ন ব্যাংডুবি সেনা ছাউনিতে কর্মরত ছিলেন। জানা গিয়েছে, রবিবার থেকে প্রশিক্ষণ শুরু করে ইস্টার্ন কমান্ডের ৩৩ ত্রিশক্তি কোরের জওয়ানরা। রবিবার কিছুটা প্রশিক্ষণ হয়। এরপর সোমবার বিকেল নাগাদ দুর্ঘটনার কবলে পড়েন সেনা জওয়ান। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কালিম্পংয়ের জেলাশাসক কুহুক ভুষণ বলেন, "তিস্তা নদীতে সেনা জওয়ানরা র‍্যাফটিংয়ের প্রশিক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটেছে। এক জওয়ানের মৃত্যু হয়েছে।"

পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, আগামী বছর অর্থাৎ ২৬ এ র‍্যাফটিংয়ের জাতীয় স্তরের প্রতিযোগিতা রয়েছে। সেখানে যোগ দিতে যাওয়ার কথা ইস্টার্ন কমান্ডের এই জওয়ানদের। রবিবার থেকে প্রশিক্ষণ শুরু করে ইস্টার্ন কমান্ডের ৩৩ ত্রিশক্তি কোরের জওয়ানরা। রবিবারের পর সোমবার র‍্যাফটিংয়ের জন্য ফের তিস্তায় নামে ১৬ জনের সেনা জওয়ানের একটি দল। সিকিমের বারদাং থেকে তিস্তায় র‍্যাফটিংয়ে নামে দলটি। র‍্যাফটিংয়ে নজর রাখতে সেনাবাহিনীর আরও একটি দল কালিম্পংয়ের ৫৫ নম্বর জাতীয় সড়ক দিয়ে অনুসরণ করছিল। র‍্যাফটিং করে দলটি বাংলা সিকিম সীমান্ত তারখোলা পর্যন্ত পৌঁছে যায়। তিস্তা বাজার পর্যন্ত র‍্যাফটিংয়ের পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই তারখোলাতে এহেন বিপত্তি ঘটে।

বাহিনীর তরফে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি রাজ শেখরকে।

সেখানে যে পুরনো সেতুর একটি ভাঙা অংশ তিস্তায় তলিয়ে ছিল সেটা জওয়ানরা টের পায়নি। ভাঙা অংশের একটি রড র‍্যাফটে আটকে যায়। র‍্যাফট থেকে পড়ে রাজ শেখর নদীতে তলিয়ে যান। তল্লাশি শুরু করে জওয়ানরা। নামানো হয় অতিরিক্ত আরও একটি র‍্যাফট। তিস্তার স্রোতের জন্য উদ্ধারকাজে বিঘ্ন ঘটে। ওই পরিস্থিতিতে দুটি র‍্যাফট তল্লাশি চালানোর পর জওয়ানের দেহ উদ্ধার হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • র‍্যাফটিংয়ের জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি নিতে গিয়ে বিপত্তি।
  • সোমবার সিকিম সীমান্তের তারখোলায় তিস্তা নদীতে পড়ে মৃত্যু সেনা জওয়ানের।
  • মৃত জওয়ানের নাম রাজ শেখর।
Advertisement