সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘CAA বিরোধী আন্দোলনকারীদের গুলি করে মারা হবে’, বিতর্কিত এই মন্তব্য করে শিরোনামে দিলীপ ঘোষ। বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে উঠেছে সমালোচনার ঝড়। তার জেরে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির। দলীয় নেতার এহেন মন্তব্যের পরই ড্যামেজ কন্ট্রোলে নামলেন বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। CAA বিরোধী মন্তব্যের জন্য টুইটে দিলীপকে একহাত নিলেন তিনি।

রবিবার নদিয়ার রানাঘাটে দলীয় সভা ছিল বিজেপির। তাতেই প্রধান বক্তা হিসাবে ছিলেন দিলীপ ঘোষ। CAA বিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘এই রাজ্যে একটাও গুলি চলেনি, লাঠি চলেনি, এফআইআর হয়নি। কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। কিন্তু কেন করেনি? কারও বাপের সম্পত্তি নাকি? মানুষের করের টাকায় রেল-বাস, রেললাইন, রাস্তা করা হয়। সেসব নষ্ট করে দিয়েছে। অসম, উত্তরপ্রদেশ, কর্ণাটকে এই শয়তানদের আমাদের সরকার গুলি করে মেরেছে কুকুরের মতো। তুলে নিয়ে গিয়ে কেস দিয়েছে। ওরা এখানে আসবে, খাবে, আর এখানকার সম্পত্তি নষ্ট করবে? জমিদারি পেয়েছে নাকি? লাঠিও মারব, গুলিও করব, জেলেও পাঠাবো। আর তাই করেছে আমাদের সরকার।’
[আরও পড়ুন: নৈহাটির বাজি কারখানায় বিস্ফোরণে গ্রেপ্তার আরও ১, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য]
এই মন্তব্যের প্রতিবাদে গর্জে উঠেছে বিভিন্ন মহল। রাজনৈতিক মহলে তাঁর সমালোচনায় সুর চড়ান প্রায় প্রত্যেকে। বিজেপি সাংসদের এমন আলটপকা মন্তব্যের জেরে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে আসরে নামেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। দিলীপের মন্তব্যের বিরোধিতায় টুইট করেন। তিনি লিখেছেন, ‘দিলীপ ঘোষ যা বলেছেন, তা বিজেপির বক্তব্য নয়। এটা একেবারেই তাঁর কল্পনাপ্রসূত। আর অসম ও উত্তরপ্রদেশে কখনও কোনও কারণেই মানুষের উপর গুলি চালানো হয়নি। উনি দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য করেছেন।’
যদিও বাবুলের মন্তব্যের পরেও নিজের অবস্থানে অনড় দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘যে যেমন বলছে বলুক। আমাদের সরকার করেছে তাই বলেছি। উত্তরপ্রদেশে যা হয়েছে সুযোগ পেলে এখানেও তা করব।’
The post ‘দায়িত্বজ্ঞানহীনের মতো মন্তব্য’, বিতর্কের মাঝে দিলীপকে তোপ বাবুলের appeared first on Sangbad Pratidin.