shono
Advertisement

একাধিক থানার মেল হ্যাক করে তথ্য পাচার, বাদুড়িয়ায় গ্রেপ্তার এক যুবক

হ্যাকারদের খপ্পরে খোদ পুলিশই! The post একাধিক থানার মেল হ্যাক করে তথ্য পাচার, বাদুড়িয়ায় গ্রেপ্তার এক যুবক appeared first on Sangbad Pratidin.
Posted: 01:03 PM Jul 01, 2018Updated: 01:33 PM Jul 01, 2018

তপন বন্দ্যোপাধ্যায়, বসিরহাট: হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারেই দিনভর চলে কথোপকথন৷ খুব দরকার না পড়লে, সচরাচর কেউ ফোন করে না৷  অফিশিয়াল চিঠির ক্ষেত্রেও এখন ই-মেলের ব্যবহার বেশি৷ শুধু তাই নয়, বহু গুরুত্বপূর্ণ নথি আদান-প্রদানও চলে ই-মেল মারফৎ-ই৷ কিন্তু, ঘটনা হল, অনেক সময় এই ই-মেল অ্যাকাউন্ট হ্যাক করে নানা ধরনের দুষ্কর্ম করে অপরাধীরা৷ আর এবার হ্যাকারদের খপ্পরে পড়ল খোদ পুলিশই৷ রবিবার ভোরে উত্তর ২৪ পরগনার একাধিক থানার ই-মেল হ্যাক করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বাদুড়িয়া থানার পুলিশ৷

Advertisement

[ডাকাতির বখরা নিয়ে বিবাদ, চুঁচুড়ায় মদের আসরে জোড়া খুন]

ধৃত যুবকের নাম মহম্মদ ফাকরুদ্দিন, বাড়ি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া জঙ্গলপুরে৷ বাদুড়িয়া থানাই শুধু নয়, বসিরহাট, ন্যাজাট, হাসনাবাদ, মাটিয়া-সহ বিভিন্ন থানার মেল সে হ্যাক করেছে বলে অভিযোগ৷ তদন্তকারীরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই জেলার বিভিন্ন থানার মেল থেকে তথ্য লোপাট হয়ে যাচ্ছিল৷ এমনকী, বিভিন্ন সংস্থার কাছে পুলিশের আইডি থেকে পৌঁছে যাচ্ছিল থানার ভুয়ো মেল৷ গত মার্চ মাসে বিষয়টি প্রথমে নজরে আসে বাদুড়িয়া থানার পুলিশ আধিকারিক৷ কিন্তু, অভিযুক্তকেই কিছুতেই ধরা যাচ্ছিল না৷ বাদুড়িয়া থানার পুলিশ আধিকারিদের বক্তব্য, গত কয়েক মাসে বেশ কয়েকবার থানার মেল আইডি ও পাসওয়ার্ড বদলে দিয়েছেন তাঁরা৷ কিন্ত লাভ হয়নি৷ বাদুড়িয়া থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্তে নামে পুলিশ৷ কম্পিউটারের আইপি অ্যাড্রেসের সূত্র ধরে অভিযুক্ত শনাক্ত করে ফেলেন তদন্তকারীরা৷

রবিবার ভোরে বাদুড়িয়া জঙ্গলপুরে যৌথ অভিযান চালায় বাদুড়িয়া ও হাসনাবাদ থানার পুলিশ৷ মহম্মদ ফাকরুদ্দিন নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়৷ বাদুড়িয়া-সহ যে উত্তর ২৪ পরগনার যে থানাগুলির মেল আইডি হ্যাক করা হয়েছে বলে অভিযোগ, সবকটিই বাংলাদেশ সীমান্ত লাগোয়া৷ স্বাভাবিকবেই এই ঘটনায় উদ্বিগ্ন পুলিশকর্তা৷ কেন মেল আইডি হ্যাক করা হল কেন?  তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷

[মাত্র ৫ টাকা ভিজিটে রোগী দেখেন কালনার চিকিৎসক গৌরাঙ্গ গোস্বামী]

The post একাধিক থানার মেল হ্যাক করে তথ্য পাচার, বাদুড়িয়ায় গ্রেপ্তার এক যুবক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement