shono
Advertisement

ডাইনি অপবাদে মারধর দুই বৃদ্ধাকে, গুরুতর অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে

তদন্তের পাশাপাশি সচেতনতা বাড়াতে উদ্যোগী প্রশাসন৷ The post ডাইনি অপবাদে মারধর দুই বৃদ্ধাকে, গুরুতর অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে appeared first on Sangbad Pratidin.
Posted: 01:54 PM Jun 03, 2018Updated: 02:09 PM Jun 03, 2018

রাজা দাস, বালুরঘাট: ডাইনি অপবাদে দুই আদিবাসী বৃদ্ধাকে মারধরের অভিযোগ উঠল চারজনের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি করা হয়েছে তাদের৷ নাম জানা গিয়েছে, দুলালী মুর্মু ও মাকলু মুর্মু৷ বালুরঘাট থানায় দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ৷

Advertisement

[আত্মঘাতীই হয়েছেন পুরুলিয়ার বিজেপি কর্মী, সিলমোহর মেডিক্যাল বোর্ডের]

ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার অন্তর্গত চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের ঘুঘুডাঙ্গা এলাকায়৷ জানা গিয়েছে, আক্রান্ত দুই বৃদ্ধা সম্পর্কে বোন হন। ছেলে-মেয়েদের সঙ্গেই থাকতেন তাঁরা। বছর দুয়েক আগে মারা যায় ওই গ্রামের বাসিন্দা অজিত মার্ডির এক সন্তান৷ তখনই অভিযোগের আঙুল ওঠে আক্রান্ত দুই বৃদ্ধার উপর। তাঁদের কুনজরের ছেলে মারা গিয়েছে বলে অভিযোগ তোলে অজিত মার্ডি। এরপর ওই দুই বৃদ্ধাকে ওঝার কাছে নিয়ে গেলে তাদের ডাইনি অপবাদ দেওয়া হয়৷ অভিযোগ, ঘটনার দু’বছর বাদে, শুক্রবার রাতে লাঠি, বাঁশ, হাঁসুয়া নিয়ে বৃদ্ধাদের বাড়িতে চড়াও হয় অজিত মার্ডি ও পরিবার৷ বেধড়ক মারধর করা হয় তাঁদের৷ অন্যান্যরা ঘটনাস্থলে ছুটে এসে তাদের প্রাণে বাঁচান৷ সঙ্গে সঙ্গে তাদের ভর্তি করা হয় বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে৷ ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।

[চোখের সামনে ছাগলের ঘাড় মটকে দিল কুকুর! ফের আতঙ্ক ছড়াল পূর্ব বর্ধমানে]

ইতিমধ্যেই বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত দুই বৃদ্ধার পরিবার৷ অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছেন তাঁরা৷ ঘটনা সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন৷ তদন্তের পাশাপাশি, সচেতনতা বাড়াতেও পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে৷ প্রশাসনের হস্তক্ষেপে এলাকায় সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হচ্ছে৷

The post ডাইনি অপবাদে মারধর দুই বৃদ্ধাকে, গুরুতর অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement