shono
Advertisement
Vaibhav Suryavanshi

বৈভবের মুকুটে নতুন পালক, এবার জাতীয় দলের নেতৃত্বে ১৪ বছরের ক্রিকেটার

বিশ্বকাপেও কি নেতৃত্ব দেবে ভারতের এই বিস্ময় প্রতিভা?
Published By: Prasenjit DuttaPosted: 08:41 PM Dec 27, 2025Updated: 09:39 PM Dec 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা এখন দুরন্ত যাচ্ছে বৈভব সূর্যবংশীর। শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে 'প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার' পায় বিহারের এই তরুণ তুর্কি। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ হয়। আর এবার ভারতের এই 'বিস্ময় প্রতিভা'র মুকুটে জুড়েছে নতুন পালক। জাতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে ১৪ বছরের এই ক্রিকেটারকে। 

Advertisement

ঘোষণা হয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। চোটের কারণে এই সিরিজে খেলতে পারবেন না অধিনায়ক আয়ুষ মাত্রে। তাঁর জায়গায় ভারতের যুব দলকে নেতৃত্ব দেবে বৈভব। ৪ জানুয়ারি থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে যুব দল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসাবে দেখা হচ্ছে এই সিরিজকে। এই সিরিজের জন্য গুরুদায়িত্ব পেল বিহারের এই ক্রিকেটার।

তবে বিশ্বকাপের দলে আয়ুষই অধিনায়কত্ব করবে বলে জানিয়েছে বিসিসিআই। আয়ুষ ছাড়াও চোট পেয়েছেন সহ-অধিনায়ক বিহান মলহোত্রাও। দুই ক্রিকেটারই বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে রিহ্যাব করবেন। এরপর চোট সারিয়ে বিশ্বকাপ দলে যোগ দেবেন তাঁরা। সেই কারণে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচে অধিনায়ক থাকলেও বিশ্বকাপে ক্যাপ্টেন হিসাবে দেখা যাবে না তাকে। উল্লেখ্য, ১৫ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি চলবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ।

যুব এশিয়া কাপে আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথম ম্যাচে ১৭১ রান করেছিল বৈভব। তার পর থেকে একটি হাফ সেঞ্চুরি ছাড়া কোনও ম্যাচে সেভাবে রান পায়নি। ফাইনালে ঝোড়ো শুরু করেও সাততাড়াতাড়ি সাজঘরে ফিরেছিলেন। ভারতও যুব এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের কাছে হেরে যায়। তবে দেশের মাটিতে ফিরতেই দাপট দেখিয়েছিল তার ব্যাট। বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বিশাল জয় দিয়ে অভিযান শুরু হয় বিহারের। যদিও অল্পের জন্য ডবল সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল বৈভবের। শেষ পর্যন্ত সে আউট হয় ১৯০ রানে। ৮৪ বলের ইনিংস সাজানো ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কা দিয়ে। অর্থাৎ শেষ পর্যন্ত শুধু বাউন্ডারি থেকেই তার রান ওঠে ১৫৪। এমন দুর্ধর্ষ ইনিংসের পর বৈভব গিয়েছিল দিল্লি। সেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মান পাওয়ার পর এখন তার পাখির চোখ এখন দক্ষিণ আফ্রিকা সিরিজে। ৩০ ডিসেম্বর যুব দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা রওনা হবে বাঁহাতি ওপেনার। এখন দেখার, তার নেতৃত্বে যুব ভারতীয় দল কেমন খেলে। আয়ুষ-বিহানের অনুপস্থিতিতে এই শহর বৈভবের কাছে চ্যালেঞ্জিং হতে চলেছে।

দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতীয় দল:
বৈভব সূর্যবংশী (অধিনায়ক), অ্যারন জর্জ (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিংহ (উইকেটরক্ষক), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান প্যাটেল, মহম্মদ এনান, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, কিষান সিংহ, উদ্ধব মোহন, যুবরাজ গোহিল, রাহুল কুমার।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের জন্য ভারতীয় দল:
আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মলহোত্র (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিংহ (উইকেটরক্ষক), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান প্যাটেল, মহম্মদ এনান, হেনিল প্যাটেল, দীপেশ দেবেন্দ্রন, কিষান সিংহ, উদ্ধব মোহন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর থেকে 'প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার' পায় বিহারের এই তরুণ তুর্কি।
  • তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও সাক্ষাৎ হয় বৈভবের।
  • জাতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে ১৪ বছরের এই ক্রিকেটারকে। 
Advertisement