রাজা দাস, বালুরঘাট: নামী রেস্তরাঁয় বন্ধুদের সঙ্গে হুইহুল্লোড় কিংবা বাড়িতেই পার্টি। চেনা ছকের বাইরে গিয়ে অভিনব কায়দায় জন্মদিন উদযাপন করলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের যুবক ছোট্টু তোকদার। জন্মদিন উপলক্ষে শহরের ভবঘুরেদের পাত পেড়ে মাংস ভাত খাওয়ালেন তিনি। বাদ গেল না অবলা প্রাণীরাও। রাস্তার কুকুরদের রুটি ও বিস্কুট খাওয়ালেন ছোট্টু ও তাঁর বন্ধুরা।
[ভিলেন অমাবস্যা, জামাইদের পাতে ইলিশের আকাল]
দক্ষিণ দিনাজপুরের জেলাশহর বালুরঘাটের আর্যসমিতি এলাকার বাসিন্দা ছোট্টু তোকদার। বছর সাতাশের ওই যুবক পেশায় ব্যবসায়ী। পরিবারের লোকেরা জানিয়েছেন, প্রতি বছর বন্ধুবান্ধব ও পরিবারের লোকেদের সঙ্গে জন্মদিন পালন করেন ছোট্টু। কিন্তু, এবারের জন্মদিনটা আর তেমনভাবে কাটানোর ইচ্ছা ছিল না তাঁর। বিশেষ এই দিনে বালুরঘাট শহরের ভবঘুরেদের খাওয়াতে চেয়েছিলেন তিনি। যেমন ভাবা, তেমন কাজ। রবিবার ছিল ছোট্টু তোকদারের ২৭ তম জন্মদিন। কিন্তু, শনিবার সন্ধ্যায় কয়েকজন বন্ধুকে নিয়ে বাড়িতেই রান্নাবান্না শুরু করে দেন তিনি। রাত বারোটা বাজতেই খাবার নিয়ে বেরিয়ে পড়েন শহরের রাস্তায়। ভবঘুরদের মাংস-ভাত খাওয়ান ছোট্টু ও তাঁর বন্ধুরা। এমনকী, বাদ যায়নি অবলা প্রাণীরা। জন্মদিনের ভোজ খেয়েছে রাস্তার কুকুররাও। ‘বার্থডে বয়’ ছোট্টু তোকদার জানিয়েছেন, একদিনের জন্য হলেও ভবঘুরেদের খাওয়ানোর আলাদা আনন্দ আছে। বন্ধুরাও তাঁকে সবরকম সাহায্য করেছেন। আগামী দিনেও এভাবেই জন্মদিন পালন করতে চান বছর সাতাশের ওই যুবকের। ছোট্টু তালুকদারের এই মানবিক উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ সকলেই।
[প্যাচপ্যাচে গরম থেকে আপাতত মিলছে না রেহাই, জানাল হাওয়া অফিস]
The post জন্মদিনে ভবঘুরেদের ভোজ, মানবিকতার নজির বালুরঘাটের যুবকের appeared first on Sangbad Pratidin.
