shono
Advertisement

Breaking News

Bagda

বাংলাদেশের দুষ্কৃতী ভুয়ো পরিচয়ে এপারের ভোটার! বাগদায় শাসক-বিরোধী রাজনৈতিক তরজা

অভিযুক্ত যুবক বাবলু মণ্ডল পলাতক বলে খবর।
Published By: Suhrid DasPosted: 05:58 PM Jun 13, 2025Updated: 05:58 PM Jun 13, 2025

জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: বাংলাদেশের দুষ্কৃতী, এপারে নাম ভাঁড়িয়ে ভুয়ো পরিচয়ে বাস! এমনই মারাত্মক অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদা এলাকার এক বাসিন্দার বিরুদ্ধে। অভিযুক্ত যুবক বাবলু মণ্ডল পলাতক বলে খবর। এই নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী রাজনৈতিক চাপানউতোড়। বিষয় নিয়ে উত্তর ২৪ পরগনার জেলাশাসক ও বনগাঁও মহকুমা শাসকের কাছে অভিযোগও জানানো হয়েছে।

Advertisement

বাগদার রামনগর এলাকার বাসিন্দা হিসেবে ভোটার তালিকায় নাম রয়েছে যুবক বাবলু মণ্ডলের। আধার কার্ডেও তাঁর নাম রয়েছে। দিন কয়েক আগে অভিযোগ উঠেছে, ওই যুবক আদপে এই দেশের নাগরিকই নন। অভিযোগ, ওই যুবক আসলে বাংলাদেশের বেনাপোলের বাসিন্দা, তার আসল নাম বাবলু মিয়াঁ। শুধু তাই নয়, সেই দেশে তার বিরুদ্ধে আদালতে মামলাও চলছে বলে অভিযোগ। সেই দেশ থেকে পালিয়ে বাগদায় এসে ভুয়ো পরিচয়পত্র বানানোর অভিযোগ উঠেছে। অভিযোগ, বাবলু মিয়াঁ হয়ে গিয়েছেন বাবলু মণ্ডল। বাবার নাম রয়েছে ইমান আলি। বাগদারই এক বাসিন্দা এই বিষয়টি নিয়ে জেলাশাসক ও বনগাঁও মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন। অভিযোগ খতিয়ে দেখা হবে বলেও প্রশাসনিক সূত্রে খবর।

এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বনগাঁ সংগঠনিক জেলার বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল অভিযোগ করেছেন, "বাবলু বাংলাদেশি দুষ্কৃতী। ভারতের এসেও চোরাচালানোর সঙ্গে যুক্ত। এরা তৃণমূলের সম্পদ। তাই এদের ভোটের তালিকায় নাম তুলে দিয়েছে তৃণমূল।" যদিও শাসক দল তৃণমূল সেই অভিযোগ মানতে চায়নি। অভিযোগ অস্বীকার করে বাগদা পূর্ব ব্লক সভাপতি তৃণমূলের পরিতোষ সাহা বলেন, "রামনগর এলাকায় বাবলু নামে কাউকে তাঁরা চেনেন না। ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটারের বিরুদ্ধে দল অভিযান করছে। যদি এমন কেউ থেকে থাকে, প্রশাসন ব্যবস্থা নেবে।" অভিযোগ সামনে আসতেই ওই যুবক গা ঢাকা দিয়েছেন বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলাদেশের দুষ্কৃতী, এপারে নাম ভাঁড়িয়ে ভুয়ো পরিচয়ে বাস!
  • এমনই মারাত্মক অভিযোগ উঠল উত্তর ২৪ পরগনার বনগাঁর বাগদা এলাকার এক বাসিন্দার বিরুদ্ধে।
  • বিষয় নিয়ে উত্তর ২৪ পরগনার জেলাশাসক ও বনগাঁও মহকুমা শাসকের কাছে অভিযোগও জানানো হয়েছে।
Advertisement