অর্ণব দাস, বারাকপুর: বারাকপুরে (Barrackpore) ব্যবসায়ীর রহস্যমৃত্যু। দোকানের পাশ থেকেই উদ্ধার হল দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর পেয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। কীভাবে মৃত্যু? খুন নাকি অন্য কিছু? তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম উজ্জ্বল ঘোষ। বারাকপুরের (Barrackpore) ওয়ারলেস মোড়ে একটি দোকান রয়েছে তার। সেখানে পুরনো গাড়ি কেনাবেচা করতেন উজ্জ্বল। বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর আর ফেরেননি। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে এলাকার বাসিন্দারা দোকানের সামনে উজ্জ্বলের দেহ পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় মোহনপুর থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য।
এলাকার এক বাসিন্দা বলেন, "চা খেতে বেরিয়েছিলাম। হঠাৎ দেখি একজন পড়ে রয়েছে। পরে লোকজন জড়ো হয়। পুলিশে খবর দেওয়া হয়।" কী কারণে এই মৃত্যু, খুন নাকি অন্য কিছু তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশ জানিয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। প্রয়োজনে দোকান ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। কথা বলা হবে মৃতের পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গেও। মৃতের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে কারও কোনও অশান্তি ছিল কি না, তা জানার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। নেপথ্যে অসাধু চক্রের যোগের সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছেন না তদন্তকারীরা।
