নিজস্ব সংবাদদাতা, তেহট্ট: পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে কাজের সন্ধানে ভিনদেশে গিয়েছিলেন। বৃহস্পতিবার তেহট্টের অজয় মণ্ডলের নিথর দেহ ফিরল মুরুটিয়ার বাড়িতে। কফিনের সামনে কান্নায় ভেঙে পড়লেন মৃতের স্ত্রী, সন্তান ও বৃদ্ধা মা।
[ বগি ফেলে আধ কিমি ছুটল বেঙ্গালুরু-তিনসুকিয়া এক্সপ্রেসের ইঞ্জিন!]
তেহট্টের মুরুটিয়ার রাখালগাছি গ্রামে বাড়ি অজয় মণ্ডলের। পরিবারের লোকেরা জানিয়েছেন, বছর দুয়েক আগেই কাজের সন্ধানে সৌদি আরবে গিয়েছিলেন অজয়। ভিনদেশে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তিনি। এ বছরের শুরুতে বাড়িতে এসেছিলেন অজয়। এপ্রিলে ফের সৌদি আরবে ফিরে যান। চলতি মাসের নয় তারিখে অজয় মণ্ডলের মৃত্যু সংবাদ পান পরিবারের লোকেরা। তাঁদের দাবি, এপ্রিলে সৌদি আরবে ফিরে যাওয়ার পরই জ্বরে আক্রান্ত হন অজয়। কিন্তু পাছে বাড়ির লোক দুঃশ্চিন্তা করেন, তাই স্ত্রীকেও অসুস্থতার কথা জানাননি। এদিকে একমাত্র রোজগেরে সদস্যের মৃত্যুতে কার্যত দিশোহারা অজয় মণ্ডলের পরিবারের লোকেরা। তাঁর দেহ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাজে আরজি জানিয়েছিলেন তাঁরা।
মৃত্যুর তেরো দিনের মাথায় বৃহস্পতিবার মুরুটিয়া রাখালগাছি গ্রামের বাড়িতে ফিরল অজয় মণ্ডলের নিথর দেহ। এদিন সকালে সৌদি আরব থেকে দমদম বিমানবন্দরে পৌঁছায় কফিনবন্দী দেহ। কলকাতা থেকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে দেহ নিয়ে যাওয়া হয় নদিয়ার তেহট্টের মুরুটিয়ায়।
[ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকার, ডুয়ার্সে বিপন্ন নদীর বাস্তুতন্ত্র]
The post সৌদি আরবে মৃত্যু, ১৩ দিন পর শ্রমিকের দেহ ফিরল নদিয়ার বাড়িতে appeared first on Sangbad Pratidin.
