দেবব্রত মণ্ডল, বারুইপুর: অশান্ত ভাঙড়কে (Bhangar) শান্ত করতে কলকাতা পুলিশের অধীনে ভাঙড়কে আনার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই ভাঙড় পরিদর্শনে কলকাতা পুলিশের বিশেষ টিম। ভাঙড় থানা এবং কাশীপুর থানা পরিদর্শন করে কলকাতা পুলিশের পদস্থ কর্তারা। খুব শীঘ্রই ভাঙড়ের দায়িত্ব নিতে চলেছে কলকাতা পুলিশ। ভাঙড়, কাশীপুর এবং লেদার কমপ্লেক্স থানা ভেঙে ৭ টি থানা তৈরি হতে চলেছে। দায়িত্বে থাকবেন ডিসি পদমর্যাদার এক আইপিএস অফিসার।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতন গোটা ভাঙড় এলাকা কলকাতা পুলিশের আওতাধীন হতে চলেছে। এর জন্য ভাঙড় থানা এবং কাশীপুর থানা এলাকা কলকাতা পুলিশের অন্তর্ভুক্ত হবে। বৃহস্পতিবার কলকাতা পুলিশের ইস্ট ডিভিশনের ডিসি আইপিএস অফিসার আরিশ বিললাল, কলকাতা লেদার কমপ্লেক্স থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত ভৌমিক-সহ লালবাজারের গুণ্ডাদমন শাখার অফিসাররা ভাঙড় থানা এবং কাশীপুর থানা পরিদর্শন করেন। ভাঙড় থানায় বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ক্রাইম আক্তার আলি, ভাঙড় থানার আইসি সৈয়দ রেজাউল কবীরের সঙ্গে বৈঠক হয় কলকাতা পুলিশের।
[আরও পড়ুন: ‘কোর্টে প্রমাণ হোক’, উত্তরপত্রে কারচুপি তালিকায় নাম, SSC-কে চ্যালেঞ্জ বিদায়ী জেলা সভাধিপতির]
পুলিশের একাংশ সূত্রে জানা গিয়েছে, ভাঙড় থানা ভেঙে তিনটি থানা তৈরি হবে। কাশীপুর থানা ভেঙে দুটি থানা এবং লেদার কমপ্লেক্স থানা ভেঙে দুটি থানা। সর্বমোট ভাঙড়ে ৭ টি থানা হতে চলেছে। এই সাতটি থানা নিয়ে একটি ডিভিশন তৈরি হবে। যার দায়িত্ব থাকবে একজন ডিসি পদ মর্যাদার অফিসার যিনি আইপিএস অফিসার হবেন। পাশাপাশি প্রতিটি থানায় একজন করে ইন্সপেক্টর দায়িত্ব থাকবেন। এখন দেখার বেঙ্গল পুলিশ থেকে কলকাতা পুলিশে ভাঙড় অন্তর্ভুক্তি হলেও রাজনৈতিক লড়াই, সন্ত্রাস, হানাহানি বন্ধ হয় কি না।
