shono
Advertisement

গুরুংকে সরিয়ে মোর্চার মসনদে বিনয়, রোশনের জায়গায় অনীত

পাহাড়ে কি অপ্রাসঙ্গিক হয়ে গেলেন গুরুং? উঠছে প্রশ্ন। The post গুরুংকে সরিয়ে মোর্চার মসনদে বিনয়, রোশনের জায়গায় অনীত appeared first on Sangbad Pratidin.
Posted: 05:42 PM Nov 20, 2017Updated: 01:59 PM Sep 23, 2019

ব্রতীন দাস, শিলিগুড়ি: পাহাড়ের রাজনীতিতে কি আরও অপ্রাসঙ্গিক হয়ে গেলেন বিমল গুরুং? বিনয় তামাং এবং অনীত থাপা জুটির তৎপরতা সেই ইঙ্গিতই দিচ্ছে। দুই নেতার হাতযশে মোর্চা থেকে কার্যত অতীত হয়ে গেলেন একদা দার্জিলিংয়ের শেষ কথা। মোর্চার কেন্দ্রীয় কমিটির বৈঠকে ছেঁটে ফেলা হল বিমল গুরুংকে। তার জায়গায় সভাপতি হলেন একদা গুরুংয়ের অনুগামী বিনয় তামাং। রোশন গিরিকে সরিয়ে মোর্চার সাধারণ সম্পাদক হলেন অনীত থাপা।

Advertisement

[ঘুমে মোর্চার কেন্দ্রীয় কমিটি বৈঠক, গুরুংকে সরিয়ে সভাপতি কি বিনয়?]

সোমবার দার্জিলিংয়ের ঘুমের বেসরকারি রিসর্টে এই সিদ্ধান্তে সিলমোহর পড়ে। কেন্দ্রীয় কমিটির বৈঠকে বিমল গুরুং, রোশন গিরি, আশা গিরিং, সরোজ থাপা-সহ ১৩ জনকে কেন্দ্রীয় কমিটি থেকে ৬ মাসের জন্য সাসপেন্ড করা হয়। মোর্চার কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন ৫৪ জন। এর মধ্যে ৪ জন জেলে। সংখ্যাগরিষ্ঠ ও সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিমল গুরুং এবং তাঁর ঘনিষ্ঠদের যে ছেঁটে ফেলা হবে তা নিয়ে জল্পনা ছিলই। রবিবার তার স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন অনীত থাপা। তথনই বোঝা গিয়েছিল গুরুংয়ের বিদায় আসন্ন। রবিবার অনীতের সভা বানচাল করতে দুবার অডিও বার্তা জারি করেছিলেন গুরুং। মোর্চা সুপ্রিমো হুমকির সুরে জানিয়েছিলেন, কেউ যদি ওই সভায় যান তাহলে সেটা গুরুংয়ের নয় গোর্খা জাতির হার হবে। এমনকী গুরুংয়ের হুঁশিয়ারি ছিল কেউ যেন ঘর থেকে না বের হয়। কালা দিবস পালনের ডাক দিয়েছিলেন গুরুং। দার্জিলংয়ে অনীতের সভায় উপচা পড়া ভিড় বুঝিয়ে দিয়েছিল পাহাড়ের হাওয়া এখন অন্য দিকে। বিনয় শিবির সূত্রে খবর, বিমলপত্নী আশা গুরুংকে সরিয়ে দার্জিলিংয়ের নেত্রী বিনয় ঘনিষ্ঠ সুষমা রাইকে সভানেত্রীর পদে আনা হচ্ছে। আর কয়েক দিনের মধ্যে বৈঠকে বসতে চলেছে মোর্চার কেন্দ্রীয় কমিটি। ওই বৈঠকে গুরুংদের বদলিদের নির্বাচন করা হবে।

[বিশ্বের ‘সবথেকে বড়’ রসগোল্লার আত্মপ্রকাশ, ফুলিয়ায় মিষ্টিযজ্ঞ]

মোর্চার সভাপতি হিসাবে দলের রাশ নেওয়ার পর বিনয় তামাং সুকনায় শক্তি দেখাবেন। তার শিবির থেকে জানা গিয়েছে শিলিগুড়ি লাগোয়া সুকনায় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে জনসভা। সেখানে তিনি প্রথমবার প্রকাশ্যে মোর্চার সভাপতি হিসাবে বক্তব্য রাখবেন। বিনয়পন্থীদের এই তৎপরতার মাঝে পাহাড়ে একটি খবরে জল্পনা বেড়েছে। গুরুং শিবিরের থেকে দাবি করা হয়েছে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে পরবর্তী শুনানির দিন পর্যন্ত গুরুংকে গ্রেপ্তার করা যাবে না। জামিন চেয়ে আবেদন জানিয়েছেন গুরুং। এমন খবরের জল্পনায় কালিম্পংয়ের বাজি ফাটিয়েছে বেশ কিছু গুরুং অনুগামীরা। এদিকে নয়া মোর্চা সভাপতি বিনয় তামাং জানান, বৈঠকের বিষয়টি নির্বাচন কমিশনে জানানো হবে। মঙ্গলবার পিনটেল ভিলেজে সর্বদলীয় বৈঠকে তিনি যোগ দেবেন। সেখানে থাকবেন পাহাড়ের তিন বিধায়কও।

The post গুরুংকে সরিয়ে মোর্চার মসনদে বিনয়, রোশনের জায়গায় অনীত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার