দেব গোস্বামী, বোলপুর: রাতভর নিখোঁজ থাকার পর সকালে মিলল তৃণমূল নেতার দেহ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের শান্তিনিকেতনের কঙ্কালিতলায়। খবর পেয়েই দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে ওই তৃণমূল নেতাকে। কিন্তু কেন? নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম মদন লোহার। বয়স ৫০ বছর। তিনি শান্তিনিকেতনের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি। পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন মদন। এরপর আর ফেরেননি তিনি। পরিবারের তরফে একাধিকবার যোগাযোগ করা হলেও কোনও লাভ হয়নি। এরপর রবিবার সকালে গ্রামের একটি মাঠে মেলে প্রৌঢ়ের দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
পরিবারের দাবি, পরিকল্পনামাফিক খুন করা হয়েছে মদনকে। অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব গোটা গ্রাম। ভোটের আগে এই ঘটনার নেপথ্যে রাজনীতি থাকতে পারে বলে দাবি স্থানীয়দের একাংশের। পুলিশ জানিয়েছে, "সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। এই মৃত্যুর পিছনে কোনও রাজনৈতিক শত্রুতা নাকি ব্যক্তিগত আক্রোশ, তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে। ঘটনার পর থেকে গোটা এলাকা থমথমে।"
