আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: ভোটের কয়েকঘণ্টা আগেও উত্তপ্ত বারাকপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত হালিশহর। বিজেপি কর্মীদের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। কর্মীর বাড়িতে যান বারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। সেখানে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী।
[আরও পড়ুন: পণের দাবিতে বধূকে পুড়িয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় স্বামী]
এ রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিতে ৪২টি আসনের মধ্যে বারাকপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই এই কেন্দ্রের সবকটি বুথকেই স্পর্শকাতর ঘোষণা করেছে কমিশন। বারাকপুর কেন্দ্রের জন্য অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। সেই সবকে উপেক্ষা করেই উত্তপ্ত হয়ে উঠল হালিশহর এলাকা। ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে সরব হয়েছেন প্রার্থীরা। ঘটনার সূত্রপাত শনিবার গভীর রাতে। জানা গিয়েছে, এদিন হালিশহরে এক বিজেপি কর্মী সুনীতা বিশ্বাসের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। অভিযোগ, ভাঙচুর চালানো হয় তাঁর বাড়িতে। ঘটনার পিছনে তৃণমূলের মদত রয়েছে এমন অভিযোগ তুলে সরব হন স্থানীয় বিজেপি কর্মীরা। পরে রবিবার সকালে ঘটনাস্থলে যান বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। অভিযোগ, সেখানে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। তিনি প্রশ্ন তোলেন, “আপনাদের উপস্থিতিতে কর্মীদের বাড়িতে ভাঙচুর চালাল, তাহলে তাঁদের নিরাপত্তা কোথায়?” একই প্রশ্ন তুলে পুলিশকে ঘিরে ধরে বিজেপির কর্মী-সমর্থকরা।
[আরও পড়ুন: ফের ‘আক্রান্ত’ সুভাষ নস্কর, তৃণমূলের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ শমীক লাহিড়ী]
স্থানীয়দের অভিযোগ, ভোটের জন্য প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও শনিবার ওই ঘটনার সময় বীজপুর থানার কয়েকজন পুলিশ ছাড়া আর কেউই সেখানে ছিলেন না। বিষয়টি জানার পর এদিন সকালে অর্জুন সিং ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীদের প্রশ্ন করেন ঘটনার সময় তাঁরা কোথায় ছিলেন। এরপর বেশ কিছুক্ষণ পুলিশকর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ, বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের ঘটনার পালটা এদিন সকালে তৃণমূলের দলীয় কার্যালয়েও ভাঙচুর চালায় বিজেপি কর্মীরা। সব মিলিয়ে ভোটের আগে উত্তেজনা জারি বারাকপুরে।
The post কর্মীর বাড়ি ভাঙচুরের প্রতিবাদ, পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন অর্জুন appeared first on Sangbad Pratidin.
