shono
Advertisement
BJP

মতুয়া ভোটে এসআইআর-শঙ্কা! তাহেরপুরে মোদির সভা ভরাতে দোকান, বাজারে আমন্ত্রণপত্র বিলি বিজেপির

মঙ্গলবার মোদির সভাস্থল পরিদর্শন করেন শমীক ভট্টাচার্য, বিধায়ক পার্থসারথী চট্টোপাধ‌্যায়, জয়ন্ত ঘোষ প্রমুখ বিজেপি নেতৃত্ব।
Published By: Subhankar PatraPosted: 09:18 PM Dec 16, 2025Updated: 09:18 PM Dec 16, 2025

সংবাদ প্রতিদিন ব্যুরো: এসআইআর-বিতর্কের আবহে শনিবার রানাঘাটের তাহেরপুরে মতুয়াগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন জনসভা ভরাতে মরিয়া বিজেপি। দোকান, বাজারে আমন্ত্রণপত্র বিলি করতে নামল গেরুয়া শিবির!

Advertisement

এসআইআর হওয়ার পর প্রথম বাংলায় আসছেন মোদি। তাহেরপুরের নেতাজি পার্কে পরিবর্তন সংকল্প সভায় ভাষণ দেবেন তিনি। এসআইআর নিয়ে তিনি কী বলেন, মতুয়াদের উদ্দেশেই বা কী বার্তা দেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের। এসআইআর আবহে মতুয়া ভোট নিয়ে প‌্যাঁচে পড়েছে বিজেপি। সিএএ-তে ভারতীয় নাগরিকত্বের আবেদন করা মতুয়াদের সুপ্রিম কোর্ট বলেছে, আগে নাগরিকত্ব পেতে হবে। তারপর ভোটারের মর্যাদা মিলবে!

এতেই এসআইআর প্রক্রিয়ায় মতুয়া সম্প্রদায়ের একাংশ প্রবল সংশয়, আশঙ্কায় রয়েছে। কার্যত প্রচণ্ড চাপে বিজেপিও। মতুয়া গড়ে ভোট চলে গেলে একাধিক আসন খোয়াতে হবে। এই পরিস্থিতিতে মতুয়া আবেগে শান দিতেই সভা করাতে হচ্ছে মোদিকে এনে। কিন্তু মোদির সভায় মানুষের ঢল নামবে কি না, প্রশ্ন রয়েছে গেরুয়া শিবিরেই। সেজন্যই প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্র বিলি করতে মঙ্গলবার পথে নামল বিজেপি। তাহেরপুর বাজারে দোকানদার ও পথচলতি মানুষের হাতে সভার আমন্ত্রণপত্র বিলি করলেন খোদ দলের রাজ‌্য সভাপতি শমীক ভট্টাচার্য। মোদির সভাস্থলে ভিড় বাড়াতে বাড়ি-বাড়ি, মহল্লায়-মহল্লায় কার্ড বিলি করছেন তাঁরা। আমন্ত্রণপত্রে লেখা রয়েছে, তাহেরপুর নেতাজি পার্কে ২০ ডিসেম্বর, সকাল ১০টায় জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। সেখানে সবান্ধব জনসভায় উপস্থিত থাকুন।

মঙ্গলবার মোদির সভাস্থল পরিদর্শন করেন শমীক ভট্টাচার্য, রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চট্টোপাধ‌্যায়, জয়ন্ত ঘোষ প্রমুখ বিজেপি নেতৃত্ব। স্টেডিয়াম লজে বৈঠক করার পর আমন্ত্রণপত্র বিলি করেন নেতারা। দেখা যায়, রানাঘাটের এসডিপিওর গাড়িতেও প্রধানমন্ত্রীর সভার আমন্ত্রণপত্র দেন শমীক।

শনিবার জনসভার আগে পাশেই প্রশাসনিক মঞ্চ থেকে ১২ নম্বর জাতীয় সড়কে কৃষ্ণনগর-জাগুলিয়া সম্প্রসারিত জাতীয় সড়কের আনুষ্ঠানিক সূচনা ও পরবর্তী অংশের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। আগেও বিধানসভা ভোটের আগে বঙ্গ সফরে প্রতিটি জনসভার আগে কেন্দ্রীয় প্রকল্পের শিলান‌্যাস করেছেন তিনি। এবারও তার ব‌্যতিক্রম হচ্ছে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এসআইআর হওয়ার পর প্রথম বাংলায় আসছেন মোদি।
  • এসআইআর-বিতর্কের আবহে শনিবার রানাঘাটের তাহেরপুরে মতুয়াগড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন জনসভা ভরাতে মরিয়া বিজেপি।
  • দোকান, বাজারে আমন্ত্রণপত্র বিলি করতে নামল গেরুয়া শিবির!
Advertisement