shono
Advertisement

কীর্তনের অনুষ্ঠানে বিজেপি নেতার উপর গুলি, কাঠগড়ায় তৃণমূল

চাঞ্চল্য ঝাড়গ্রামের জামবনিতে। The post কীর্তনের অনুষ্ঠানে বিজেপি নেতার উপর গুলি, কাঠগড়ায় তৃণমূল appeared first on Sangbad Pratidin.
Posted: 12:39 PM Jun 30, 2019Updated: 01:02 PM Jun 30, 2019

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: এবার কীর্তনের অনুষ্ঠানে বিজেপি নেতার উপর হামলা চালাল দুষ্কৃতীরা৷ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ঝাড়গ্রামের জামবনি থানার বগুয়া গ্রামের বিজেপির বুথ সহ-সভাপতিকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা৷ গুলিতে গুরুতর জখম হলেন খগপতি মাহাতো৷ অভিযোগের তির তৃণমূলের দিকে৷ স্থানীয় তৃণমূল নেতারাই গুলি চালিয়েছে বলে বিজেপির অভিযোগ৷ যা অস্বীকারও করেছে শাসকদল৷ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ এখনও কেউ আটক হয়নি৷

Advertisement

[ আরও পড়ুন: নাবালিকা স্কুলছাত্রীকে যৌন নিগ্রহ পুরোহিতের! চাঞ্চল্য নদিয়ার তেহট্টে]

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার রাতে বগুয়া গ্রামেই একটি কীর্তনের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন জখম বিজেপি বুথ সভাপতি খগপতি মাহাতো৷ রাত একটা নাগাদ ওই অনুষ্ঠানের মাঝেই তাঁর উপর হামলা চালায় তিন দুষ্কৃতী৷ অভিযোগ, দুষ্কৃতীদের মধ্যে দু’জন স্থানীয় তৃণমূল নেতা৷ এদের নাম শান্তনু মাহাতো ও কবি মাহাতো৷ এবং একজন বহিরাগত৷ জানা গিয়েছে, গুলি চালানোর পরেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় তিন দুষ্কৃতী৷ এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ শনিবার রাতেই জখম খগপতি মাহাতোকে প্রথমে নিয়ে যাওয়া হয় ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে৷ সূত্রের খবর, রবিবার জখম বিজেপি বুথ সহ-সভাপতিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হবে৷

[ আরও পড়ুন: বঙ্গোপসাগরে নিম্নচাপের জের, রবিবার থেকে তিনদিন ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে ]

এই ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রাম জেলার রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা৷ ঘটনায় তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন ঝাড়গ্রাম জেলা বিজেপি সভাপতি সুকুমার সৎপতি৷ তিনি বলেন, ‘‘তৃণমূলের পায়ের তলার রাজনৈতিক জমি হারিয়ে গিয়েছে৷ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এখন প্রকাশ্যে অস্ত্র নিয়ে ঘুরছে৷ বিজেপি কর্মীদের উপর আক্রমণ করছে৷ এবং এলাকায় আতঙ্ক তৈরির চেষ্টা করছে৷ আমরা পুলিশকে আগেই অস্ত্র উদ্ধার করতে বলেছিলাম৷কিন্তু তাতে কাজ হয়নি৷ যার প্রমাণ এই ঘটনা৷’’ এখানেই শেষ নয় তাঁর আরও দাবি, শাসকদলের মদতে এলাকায় অস্ত্র নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে মাওবাদীরা৷ নিষ্ক্রিয় রয়েছে পুলিশ ও প্রশাসন৷ বিজেপি দাবি করলেও, এই ঘটনায় দলের কারও যুক্ত থাকার কথা সরাসরি অস্বীকার করেছেন জামবনি ব্লক তৃণমূলের সভাপতি নিশীথ মাহাতো৷ তাঁর পালটা দাবি, শাসকদলের কেউ এই ঘটনার সঙ্গে নয় যুক্ত নয়৷ তিনি জানান, ‘‘পুলিশকে ঘটনার সঠিক তদন্ত করতে বলেছই৷ দোষীদের গ্রেপ্তার করে যথাযথ শাস্তি দেওয়া কথাও আমরা বলেছি৷ এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই, ব্যক্তিগত আক্রোশ থেকেই হামলা৷’’ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে জামবনি থানার পুলিশ৷ জেলার অ্যাডিশনাল এসপি জানান, হামলার পিছনে কোনও রাজনৈতিক কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে৷ এই হামলার পিছনে চারজন সন্দেহভাজনের নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রে খবর৷ যাদের খোঁজও শুরু হয়েছে৷

ছবি: প্রতিম মৈত্র

 

The post কীর্তনের অনুষ্ঠানে বিজেপি নেতার উপর গুলি, কাঠগড়ায় তৃণমূল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement