shono
Advertisement

ফের শক্তিপ্রমাণ অর্জুন সিংয়ের, ভাটপাড়ায় সংখ্যাগরিষ্ঠ হয়ে পুরবোর্ড দখলের পথে বিজেপি

আরও ১২ জন কাউন্সিলর দলবদল করায় ম্যাজিক ফিগারে পৌঁছাল বিজেপি৷ The post ফের শক্তিপ্রমাণ অর্জুন সিংয়ের, ভাটপাড়ায় সংখ্যাগরিষ্ঠ হয়ে পুরবোর্ড দখলের পথে বিজেপি appeared first on Sangbad Pratidin.
Posted: 03:43 PM May 28, 2019Updated: 03:43 PM May 28, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের হাতছাড়া হওয়ার পথে ভাটপাড়া পুরসভা৷ মঙ্গলবার দুপুরে ভাটপাড়া পুরসভার আরও ১২ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দেওয়ায় সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি৷ ফলে পুরনো পুরবোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে খুব সহজেই পুরসভা দখলের পথে এগোতে পারবে অর্জুন সিংয়ের নেতৃত্বাধীন বিজেপি কাউন্সিলররা৷

Advertisement

[আরও পড়ুন: দলীয় কার্যালয় পুনরুদ্ধারে গিয়ে বিরোধীদের বিক্ষোভের মুখে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ]

ভাটপাড়া পুরসভায় মোট আসন সংখ্যা ৩৫৷ গত পুরভোটের ফলাফল অনুযায়ী, ৩৫-এর মধ্যে ৩৩টি আসনই ছিল তৃণমূলের দখলে৷ ১টি ছিল সিপিএমের৷ বাকি এক আসনের কাউন্সিলরের মৃত্যুর পর তা খালি ছিল৷ পুরসভার চেয়ারম্যান ছিলেন তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অর্জুন সিং৷ বারাকপুর লোকসভা আসনে তৃণমূলের টিকিট না পাওয়ায় তিনি দলবদল করে বিজেপির প্রার্থী হন৷ তারপরই শুরু হয় দলবদলের খেলা৷ এপ্রিলের গোড়ার দিকে অর্জুনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন ২২ তৃণমূল কাউন্সিলর৷ অর্জুনের পক্ষে ছিলেন ১১ জন৷ ভোটাভুটিতে অংশ নেন ৩৩ জন কাউন্সিলর৷ সেখানে ২২-১১ ভোটে ভোটে হেরে যান অর্জুন৷

কিন্তু সেখানেই সব শেষ হয়নি৷ ভাটপাড়া পুরসভার সংকট ফের অন্য দিকে মোড় নেয় ভোটের ফলপ্রকাশের পর৷ বারাকপুর কেন্দ্র থেকে লোকসভায় জিতে যান বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ আর তারপর থেকেই এলাকায় তাঁর প্রভাব যেটুকু কমেছিল, তা উত্তরোত্তর বাড়তে থাকে৷ তাঁর দ্বারা প্রভাবিত হয়ে মঙ্গলবার ভাটপাড়া পুরসভার আরও ১২ জন কাউন্সিলর মঙ্গলবার বিজেপিতে যোগ দিয়েছেন৷ যার ফলে এই মুহূর্তে ৩৫ আসনবিশিষ্ট ভাটপাড়া পুরসভায় বিজেপির দখলেই এল ২৩টি আসন, অর্থাৎ ম্যাজিক ফিগার পেরিয়ে গেল বিজেপি৷ এই পরিস্থিতিতে পুরবোর্ড দখলের রাস্তা একেবারে উন্মুক্ত বিজেপির পক্ষে৷ নেতৃত্বে অবশ্যই প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সিং৷

[আরও পড়ুন: ‘বিজেপি অশান্তি করলে তৃণমূল চুপ করে বসে থাকবে না’, হুমকি জিতেন্দ্র তিওয়ারির]

সূত্রের খবর, নিয়ম মেনে ফের অনাস্থা ভোটের ডাক দিয়ে ভাটপাড়া পুরসভা দখলের পথেই হাঁটবে অর্জুন সিং নেতৃত্বাধীন বিজেপি কাউন্সিলররা৷ আরও খবর, বারাকপুর মহকুমা এলাকার অন্তত ৫টি পুরসভাতেও বোর্ড ধরে রাখা কঠিন হয়ে পড়ছে শাসকদলের কাছে৷ অন্তত ৬৮ জন কাউন্সিলর বিজেপিতে যোগ দিতে চলেছেন৷ ফলে সেগুলিও বিজেপির দখলে চলে যাওয়ার আশঙ্কায় কাঁটা স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷

The post ফের শক্তিপ্রমাণ অর্জুন সিংয়ের, ভাটপাড়ায় সংখ্যাগরিষ্ঠ হয়ে পুরবোর্ড দখলের পথে বিজেপি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement