সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমাজমাধ্যম মানেই হুজুগ নয়, অশ্লীলতা নয়, অগভীরতাও নয়, সেখানেও রয়েছে জীবনপ্রদীপের আশ্চর্য আলো! শুধু 'আলোর পোকা' হতে হবে আপনাকে। একথাই যেন প্রমাণ করলেন ৫২ বছরের প্রৌঢ়া। জীবনের অর্ধশতক ডিঙিয়ে ইউটিউবে কনটেন্ট বানিয়ে প্রথম রোজগার করলেন তিনি। প্রথম আয়ের আনন্দময় মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। নেটিজেনরা প্রশংসায় ভারাচ্ছেন ৫২ বছরের নবীন ইউটিউবারকে।
ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করেছেন অনশুল পারিক। সেখানে দেখা গিয়েছে, হাতে মোবাইল নিয়ে বসে আছেন আনশুলের মা। তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন। মুখে গর্বের হাসি। এক সময় আনসুল মাকে জিজ্ঞাসা করেন, "কী হয়েছে মা?" এর উত্তর দিতে গিয়ে বাঁধ ভাঙা আনন্দ লোকাতে পারেননি প্রৌঢ়া। তিনি বলেন, “৫২ বছর বয়সে আমার জীবনের প্রথম আয় করেছি ইউটিউব থেকে। মাত্র ছয় মাসের মধ্যে।” তাঁর চোখে-মুখে গর্ব, আনন্দ আর আত্মবিশ্বাস মুহূর্তেই ছুঁয়ে যায় দর্শকদের মন।
এই ভিডিওটি কেবল আর্থিক সাফল্যই নয়, বরং স্বপ্ন পূরণের ছবিও ফুটে উঠেছে। যা প্রমাণ করেছে, সাফল্যের কোনও বয়স হয় না। ভিডিওর ক্যাপশানে লেখা হয়েছে, “স্বপ্নের কোনও বয়স নেই। শুধু পরিশ্রম লাগে, আর তিনি সেটাই প্রমাণ করলেন।” মায়ের মতোই মেয়ের বক্তব্য আবেগঘন, “I’m a proud daughter” অর্থাৎ আমি একজন গর্বিত কন্যা।
মন ছুঁয়ে যাওয়া ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সকলেই বলছেন, ৫২ বছরের এই পৌঢ়া বহু মানুষের অনুপ্রেরণা। স্বপ্নের যে বয়স হয় না, বাস্তবেই তা প্রমাণ করলেন তিনি। কেউ লিখেছেন, “এই ভিডিওটা দিনটা সুন্দর করে দিল। বয়স সত্যিই শুধু সংখ্যা মাত্র।” আরেকজনের মন্তব্য, “সত্যিই অনুপ্রেরণাদায়ক। এমন উদাহরণ খুব কম দেখা যায়।”
