তারক চক্রবর্তী, শিলিগুড়ি: ফের বিস্ফোরক রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার দুর্নীতি প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বললেন, “কালীঘাটের কাকুও গ্রেপ্তার হবেন।” তাঁর কথায়, “কয়েকটা দিন অপেক্ষা করুন। আগামীতে কার্তিক, গণেশ পুজোও হবে জেলে।” যদিও তাঁর এসব কথাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল (TMC)।
নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা বাংলা। ক্রমশ তদন্তের জাল গোটাচ্ছে তদন্তকারী সংস্থা। আর একের পর এক উঠে আসছে নাম। এই পরিস্থিতিতে রবিবার সকালে শিলিগুড়িতে (Siliguri) চা চক্রে যোগ দেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেখানেই একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন তিনি। সেখানেই ওঠে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গও। দিলীপ ঘোষ বলেন, “অপেক্ষা করুন। কালীঘাটের কাকুও গ্রেপ্তার হবেন। কার্তিক-গণেশের নাম শোনা যাচ্ছে। এবার তাঁদের পুজোও জেলে হনে। খুব তাড়াতাড়ি গোটা বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। সিবিআই নিজেদের মতো করে কাজ করছে।”
[আরও পড়ুন: কলকাতায় কাজে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের, প্রশাসনের কাছে সাহায্যের আর্তি পরিবারের]
এদিন পুলিশকেও আপত্তিকর ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। দাবি করেন, রাজ্য জুড়ে অশান্তির পরিবেশ তৈরি করা হয়েছে। মারধরের অভিযোগ তুলে বলেন, “মারতে এলে কী রসগোল্লা খাওয়াব? ” পাশাপাশি তিনি আরও বলেন, “ভয় দেখিয়ে তাঁদের থামানো যাবে না।” দিলীপ ঘোষের মন্তব্যের পালটা গৌতম দেব (Gautam Deb) বলেন, “দিলীপবাবু একেক সময় একেক রকম কথা বলেন। তাতে এত গুরুত্ব দেওয়ার কারণ নেই।”