মণ্ডপ থেকে রাতের অন্ধকারে সরস্বতীর প্রতিমা চুরির চেষ্টা বিজেপি কর্মীর! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। ঘটনা জানাজানি হতেই এলাকায় শুরু হয়েছে রাজনৈতিন চাপানউতোড়। আগামী কাল, রবিবার ফুলিয়ায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসার কথা। তার আগেই এই ঘটনায় নতুন করে বিতর্ক দানা বেঁধেছে বলে মত ওয়াকিবহাল মহলের একাংশের মধ্যে।
নদিয়ার শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া ১ নম্বর পঞ্চায়েতের শীতলা মন্দিরপাড়া এলাকায় মহিলাদের তত্ত্বাবধানে সরস্বতী পুজো হয়েছে এবার। নিয়ম অনুযায়ী আজ, শনিবার বিসর্জনের কথা ছিল ওই প্রতিমার। কিন্তু গতকাল, শুক্রবার রাতেই প্রতিমা চুরির অভিযোগ উঠেছে। অভিযোগ, স্থানীয় এক বিজেপি নেতা সবার অলক্ষ্যে রাতের অন্ধকারে ওই মণ্ডপ থেকে প্রতিমা উঠিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সেসময় স্থানীয়দের নজরে পড়ে যায়। প্রতিমা সেখানেই নামিয়ে রেখে পালানোর ঘটনা ঘটে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, দুই যুবক ওই কাজ করছিল! অভিযোগ, তাঁরা বিজেপির সঙ্গে যুক্ত।
কেন প্রতিমা মণ্ডপ থেকে সরানো হয়েছে? সেই প্রশ্ন তুলেছিলেন স্থানীয়রা। পরে স্থানীয়দের বলা হয়েছিল, রাতে প্রতিমার কাছে কুকুর ঘুরছিল। সেজন্য প্রতিমা নিরাপদ জায়গায় রাখার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল! সাধারণ মানুষদের না ডেকে, পাহারায় না থেকে কেন প্রতিমা সরানো হল? সেই প্রশ্নও উঠেছে। আজ, শনিবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফুলিয়া পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। দুই ব্লকের সভাপতি ওই পঞ্চায়েতের উপপ্রধান-সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জনপ্রতিনিধি এবং শাখা সংগঠনের নেতৃবৃন্দ বিক্ষোভে উপস্থিত ছিলেন।
যদিও বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। বরং ঠাকুরের পবিত্রতা রক্ষা করার জন্যই চেষ্টা করা হয়েছিল। আপাতত সেই কথাই তাঁরা জানতে পেরেছেন। তেমনই জানানো হয়েছে। শান্তিপুর থানার পক্ষ থেকে ইতিমধ্যেই বিষয়টি খতিয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ফুলিয়া তথা শান্তিপুরে রাজনৈতিক পারদ চড়েছে এই ঘটনায়।
