shono
Advertisement
Nupur Sanon

রিসেপশনে হুবহু বৌদির সাজ নকল! চরম ট্রোলের মুখে কী বলছেন নূপুরের ননদ

মুম্বইয়ে তাঁদের বিয়ের রিসেপশনে বৌদির মতো হুবহু এক পোশাক পরে আসেন নূপুরের ননদও অর্থাৎ স্টেবিনের বোন। আর তারপর থেকেই স্টেবিনের বোনকে নিয়ে চলছে নেটপাড়ায় চরম ট্রোলিং।
Published By: Arani BhattacharyaPosted: 10:24 PM Jan 24, 2026Updated: 10:24 PM Jan 24, 2026

চচলতি মাসেই দীর্ঘদিনের প্রেমিক স্টেবিন বেনের সঙ্গে চারহাত এক হয়েছে নূপুর স্যাননের। অভিনেত্রী কৃতী স্যাননের বোন নূপুরের স্বপ্নের বিয়ের আসর বসেছিল রাজস্থানের উদয়পুরে। এদিনের সাজেও নজর কেড়েছিলেন নূপুর। মুম্বইয়ে তাঁদের বিয়ের রিসেপশনে বৌদির মতো হুবহু এক পোশাক পরে আসেন নূপুরের ননদও অর্থাৎ স্টেবিনের বোন। আর তারপর থেকেই স্টেবিনের বোনকে নিয়ে চলছে নেটপাড়ায় চরম ট্রোলিং। এবার তারই সপাট উত্তর দিলেন নূপুরের ননদ স্টেবি বেন।

Advertisement

এদিন লাল রঙের একটি সিক্যুইন ড্রেসে সেজেছিলেন নূপুর। একইসঙ্গে ওইদিন মুম্বইয়ের রিসেপশনে গোলাপি রঙের একটি একইরকম পোশাকে সেজে অনুষ্ঠানে আসেন স্টেবিনের বোন স্টেবি বেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় সেই ছবি। আর তা দেখামাত্রই রীতিমতো নেটিজেনরা রে রে করে ওঠে। অনেকেই মন্তব্য করেছেন 'শুধু আমজনতা নয় একই সমস্যার শিকার তারকারাও।' কেই আবার নববধূর বিশেষ দিনের বিশেষ সাজকে নষ্ট করার প্রচেষ্টাও বলেছেন একে। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই নিয়ে মুখ খোলেন স্টেবি। তিনি বলেন, "এগুলো পাত্তা দেওয়ার মতো বিষয় নয়। আমার দাদা বহুদিন ধরেই বিনোদুনিয়ার সঙ্গে যুক্ত। আর আমি এগুলো তাই প্রথম থেকে দেখে আসছি। এগুলো আমার কাছে নতুন কিছু নয়। কয়েকদিন ধরেই এটা নিয়ে আলচনা চলছে। আমার মনে হয় এসবে পাত্তা না দেওয়াই ভালো। নেটমাধ্যমে যা ছড়াচ্ছে তা একেবারেই ভিত্তিহীন বিষয়। আমরা একইরকম পোশাক পরিনি। ছবিতে ওটা ওরকম মনে হচ্ছে দেখে। কিন্তু পোশাকটি দেখতে একেবারেই আলাদা।"

উল্লেখ্য, ১১ জানুয়ারি ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে উদয়পুরে চার হাত এক হয় তাঁদের। হিন্দু ও খ্রিষ্টান মতে বিয়ে হয়েছে কৃতীর বোনের। তিনদিনব্যাপী হয়েছে সেই বিয়ের অনুষ্ঠান। সঙ্গীত থেকে মেহেন্দি এমনকী বিয়ের অনুষ্ঠান সবেতেই নজর কেড়েছেন নূপুর। বিয়ে সেরে মুম্বই ফিরে বন্ধু ও বলি ইন্ডাস্ট্রির সকলকে নিয়ে সেরেছেন রিসেপশন পার্টি। সেখানে আমন্ত্রিত ছিলেন ইন্ডাস্ট্রির হেভিওয়েটরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement