সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরে রাজ্যে শিল্পায়নের উপর জোর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিল্পের খোঁজেই মাদারের সেইন্টহুড প্রাপ্তি পর্ব মিটতেই পাড়ি দিয়েছেন মিউনিখে৷ সেখান থেকে সম্ভবত বাংলার জন্য ভাল খবর নিয়েই ফিরতে চলেছেন মুখ্যমন্ত্রী৷ মঙ্গলবার রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র জানিয়ে দিলেন, বিএমডব্লিউ কর্তৃপক্ষর সঙ্গে বৈঠক ফলপ্রসূ৷
রাজ্যের ক্ষেত্রে যা সুখবর বলেই মনে করছেন অনেকে৷ মমতা সরকারের প্রথম দফায় গ্রাম-বাংলা থেকে মফস্বলে উন্নয়নের নানা মুখ দেখা গেলেও, রাজ্যে শিল্প না আসা নিয়ে অখুশি ছিল শিক্ষিতমহল৷ সিঙ্গুরে মমতার জমিরক্ষা আন্দোলন তাঁকে ক্ষমতায় এনে দিলেও, সিঙ্গুর থেকে টাটাদের শিল্প ফিরে যাওয়া কাঁটার মতোই লেগে ছিল সরকারের সমস্ত সাফল্যের গায়ে৷ বিগত পাঁচ বছরে সেই অর্থে বড় কোনও শিল্পের দিশা দেখেনি রাজ্য৷ দ্বিতীয় দফায় তাই শিল্প আনাই ছিল তাঁর সরকারের কাছে বড় চ্যালেঞ্জ৷ এবার তাই মরিয়া প্রয়াস রাজ্য সরকারের৷ বাংলায় বিনিয়োগের জন্য যে সব পথ খোলা রয়েছে, বিএমডব্লিউ কর্তৃপক্ষকে তাও জানিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে৷
The post বিএমডব্লিউ কর্তাদের সঙ্গে বৈঠক আশাব্যঞ্জক, জানালেন অমিত মিত্র appeared first on Sangbad Pratidin.
