shono
Advertisement
Murshidabad

৩ দিন নিখোঁজের পর মুর্শিদাবাদে উদ্ধার বালিকার দেহ, নির্যাতনের পর খুন?

তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Subhankar PatraPosted: 01:55 PM Nov 25, 2025Updated: 03:27 PM Nov 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনদিন ধরে নিখোঁজ ছিল বালিকা। অবশেষে মঙ্গলবার সকালে গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার দেহ। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। অপহরণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। উঠছে নির্যাতনের অভিযোগও। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুরে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বালিকা মুর্শিদাবাদের ভরতপুর থানার সৈয়দকুলুট গ্রামের বাসিন্দা ছিল। গত শনিবার নিখোঁজ হয়ে যায় বছর আটের বালিকা। পরিবার জানিয়েছে, অন্যান্য দিনের মতো শনিবার বিকেলে খেলতে যায় সে। দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরও নাবালিকা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। না পেয়ে পরিবারের পক্ষ থেকে ভরতপুর থানায় বালিকাকে অপহরণের অভিযোগ জানানো হয়। তিনদিন ধরে ড্রোন উড়িয়ে, স্নিফার ডগ এনে, পুকুরে জাল ফেলে ও আশেপাশের জঙ্গলে ব্যাপক অভিযান চালায়।

অবশেষে আজ, মঙ্গলবার ভোর সাড়ে ৬টা নাগাদ গ্রামের একটি মাঠ থেকে বালিকার দেহ উদ্ধার হয়। তার নাক দিয়ে রক্তক্ষরণ ও শরীরের একাধিক জায়গায় ক্ষতের চিহ্ন মিলেছে।প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা, অপহরণের পর শারীরিক নির্যাতন করে তাকে খুন করা হয়েছে। কে বা কারা বালিকাকে তুলে নিয়ে গেল? সত্যি তাকে অপরহরণ করা হয়েছিল? মৃত্যু কী করে? বালিকার উপর নির্যাতন করা হয়েছে? উঠছে একাধিক প্রশ্ন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। সেই রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। সব প্রশ্নের উত্তর খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তিনদিন ধরে নিখোঁজ ছিল বালিকা। অবশেষে মঙ্গলবার সকালে গ্রামের একটি মাঠ থেকে উদ্ধার দেহ।
  • শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন মিলেছে। অপহরণের পর খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
  • উঠছে নির্যাতনের অভিযোগও। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুরে। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Advertisement