অর্ণব দাস, বারাসত: সুদূর ব্রাজিলের সাও পাওলো থেকে দুবাই হয়ে কলকাতায় মাদক পাচারের অপরাধ। ৮ বছরে বিচারপ্রক্রিয়া শেষে বলিভিয়ান মহিলাকে ১২ বছরের কারাদণ্ড দিল বারাসত আদালত। সাজাপ্রাপকের নাম ইয়েনি সাউসিডো চাও, বয়স ৫৩ বছর। সেইসঙ্গে ১ লক্ষ টাকা করে জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। অনাদায়ে অতিরিক্ত পাঁচ মাস করে কারাদণ্ড হবে। দুটি সাজাই একসঙ্গে চলবে, নির্দেশ দিয়েছেন বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায়।
ঘটনা ২০১৭ সালের। মাদক পাচার নিয়ে গোপন সূত্রে খবর পেয়ে নভেম্বর মাসে দমদম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বলিভিয়ান মহিলাকে আটক করেছিল কলকাতার নারকোটিক কন্ট্রোল ব্যুরো। জানা যায়, সাও পাওলো থেকে দুবাই হয়ে প্রথমবার কলকাতা এসেছিল ইয়েনি সাউসিডো চাও নামে ওই মহিলা। তল্লাশি চালিয়ে তার ট্রলি থেকে উদ্ধার হয়েছিল কমবেশি ২ কেজি ১০০গ্রাম কোকেন, যার আনুমানিক মূল্য প্রায় এগারো কোটি টাকা। কোকেন এদেশে নিষিদ্ধ হওয়ায় গোপনে পাচারের ছক কষেছিল চাও।
চাওয়ের বিরুদ্ধে মামলা চলছিল বারাসত আদালতের ষষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা কোর্টে। দীর্ঘ আট বছর এই মামলা চলার পর গত সোমবার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক দেবজ্যোতি মুখোপাধ্যায়। মঙ্গলবার তার সাজা ঘোষণা হয়। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আইনজীবী কল্লোল সেন জানিয়েছেন, নিষিদ্ধ কোকেন বহন ও ভিনদেশ থেকে পাচার - এই দুই ধারায় দোষীর ১২বছর করে সপ্তম কারাদণ্ড সহ ১ লক্ষ টাকা করে জরিমানা হয়েছে। অনাদায়ে অতিরিক্ত পাঁচ মাস করে কারাদণ্ড হবে বলে রায় পড়ে শুনিয়েছেন বিচারক।
