shono
Advertisement
Siliguri

জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ছাত্রীকে গণধর্ষণ, ২ কলেজ পড়ুয়াকে ২০ বছরের কারাদণ্ড আদালতের

আদালতের ভিতরেই কেঁদে ফেলেন ওই ছাত্রীর পরিবার।
Published By: Suhrid DasPosted: 08:13 PM Dec 23, 2025Updated: 08:13 PM Dec 23, 2025

অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: ছাত্রীকে গণধষর্ণের ঘটনায় ২০ বছরের সাজা ২ দোষীর। শিলিগুড়ি আদালত এই রায় শুনিয়েছে আজ, মঙ্গলবার। সাজা শুনে স্বস্তি নির্যাতিতার পরিবারের। আদালতের ভিতরেই কেঁদে ফেলেন ওই ছাত্রীর পরিবার। সাজাপ্রাপ্ত দুই তরুণ কলেজ ছাত্র বলে জানা গিয়েছে। তাদের নাম আলয় রায় ও বিশাল মহন্ত। তারা একে অপরের বন্ধু বলে খবর।

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ২০২৩ সালের মার্চ মাসের। শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় ওই গণধর্ষণের ঘটনা ঘটেছিল। ওই রাতে এক কলেজ ছাত্রী টিউশন শেষে বাড়ি ফিরছিল। শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ার খাপরাইল মোড়ে নির্জন স্থানে ওই ছাত্রীর পথ আটকায় ওই দুই কলেজ ছাত্র। তারা ওই ছাত্রীর সহপাঠী বলে জানা যায়। ছাত্রীকে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়! কোনওরকমে নির্যাতিতা বাড়ি ফিরে ঘটনার কথা বলে। পরিবারের সদস্যরা মাটিগাড়া থানায় অভিযোগ দায়ের করেন। ওই নির্যাতিতার শারীরিক পরীক্ষাও হয়।

পুলিশ তদন্তে নেমে আলয় রায় ও বিশাল মহন্তকে গ্রেপ্তার করে। শিলিগুড়ি আদালতের ফার্স্ট ট্র‍্যাক কোর্টে শুরু হয় মামলা। বিচারক পুলিশকে দ্রুত চার্জশিট দিতে নির্দেশ দেন। দ্রুত তদন্তকারীরা ঘটনার চার্জশিট পেশ করেন। শুরু হয় মামলার শুনানি। ১১ জন সাক্ষ্য দেয়। তথ্য ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত দুই অভিযুক্তকে দোষী চিহ্নিত করে ২০ বছরের সাজা শোনালেন। আইনজীবী পীযুষকান্তি ঘোষ বলেন, "৫০হাজার টাকা করে দু'জনকেই জরিমানা করা হয়েছে। এই টাকা ওই ছাত্রীর পরিবারকে দিতে হবে। না দিতে পারলে আরও একবছর জেলে থাকতে হবে। তবে খুব দ্রুত এই সাজা ঘোষণা করা হল।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছাত্রীকে গণধষর্ণের ঘটনায় ২০ বছরের সাজা ২ দোষীর।
  • শিলিগুড়ি আদালত এই রায় শুনিয়েছে আজ, মঙ্গলবার।
  • সাজা শুনে স্বস্তি নির্যাতিতার পরিবারের।
Advertisement