shono
Advertisement
Bolpur

আইসিকে গালিগালাজ করেছিলেন অনুব্রত! জলপাইগুড়িতে বদলি হলেন সেই লিটন 

রাজ্য পুলিশে ব্যাপক রদবদল! ১৬৮ জন পুলিশকর্তাকে বদলি করা হয়েছে।
Published By: Subhankar PatraPosted: 03:06 PM Nov 27, 2025Updated: 03:57 PM Nov 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য পুলিশে ব্যাপক রদবদল! ১৬৮ জন পুলিশকর্তাকে বদলি করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন বোলপুর (Bolpur) থানার আইসি লিটন হালদারও। তাঁকে পাঠানো হল জলপাইগুড়িতে (Jalpaiguri)। সেখানকার ডিআইবির ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছে তাঁকে। এই লিটনকেই ফোন করে গালিগালাজ করার অভিযোগ উঠেছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে।

Advertisement

লিটন হালদার বোলপুরের আইসি হিসাবে কর্মরত ছিলেন। কিন্তু তাঁর জায়গায় বোলপুর (Bolpur) থানার দায়িত্ব কে পাচ্ছেন তা জানা যায়নি। বুধবার রাতে একটি নির্দেশিকা জারি করা হয় রাজ্য পুলিশের পক্ষ থেকে। যেখানে দেখা যায় লিটন ছাড়াও আরও একাধিক থানার আধিকারিকদের বদল করা হয়েছে।

উল্লেখ্য, কয়েকমাস আগে আইসি লিটনকে গালিগালাজ করার একটি অডিও ভাইরাল হয়। অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডল গালিগালাজ করেছেন। দলের তরফে তাঁর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়। মামলাও দায়ের করে পুলিশ। তদন্ত হয়। সেই থেকে বেশ কিছুদিন চর্চায় ছিলেন আইসি লিটন। তাঁর এই বদলির পর বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, যিনি নোংরা ভাষায় আক্রমণ করলেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল না। উলটে পুলিশকর্তাকে বদলি করা হল। তবে প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এটি রুটিন প্রক্রিয়া। শুধুমাত্র বোলপুরের আইসি নন, একাধিক পুলিশকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার রাতে রাজ্য পুলিশের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে ঝাড়গ্রাম থেকে শুরু করে বীরভূমের পুলিশ আধিকারিকদের বদলি করা হয়েছে। দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ার আধিকারিকরাও সেই তালিকায় রয়েছেন। এই ব্যাপক রদবদল নিয়ম মেনেই বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্য পুলিশে ব্যাপক রদবদল! ১৬৮ জন পুলিশকর্তাকে বদলি করা হয়েছে।
  • সেই তালিকায় রয়েছেন বোলপুর থানার আইসি লিটন হালদারও। তাঁকে পাঠানো হল জলপাইগুড়িতে।
  • এই লিটনকেই ফোন করে গালিগালাজ করার অভিযোগ উঠেছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে।
Advertisement