অরিজিৎ গুপ্ত, হাওড়া: মর্মান্তিক, অমানবিক! ঘুমের মধ্যে পথকুকুর পাঁচটি ছানাকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পশুপ্রেমী সংগঠনের কর্মীরা। ক্ষোভ এলাকার বাসিন্দাদের মধ্যে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন তাঁরা। শুক্রবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিন চারেক আগে হাওড়া জগাছা থানার অন্তর্গত হাটপুকুর এলাকায় একটি পথকুকুর বেশ কয়েকটি বাচ্চার জন্ম দেয়। সেগুলি থাকছিল স্থানীয় ক্লাব সংলগ্ন এলাকায়। অভিযোগ, শুক্রবার সেই পথকুকুরগুলিকে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ অভিযোগ তুলেছেন পশুপ্রেমীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পশুপ্রেমী সংগঠনের কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশকে। অগ্নিদগ্ধ কুকুর বাচ্চাগুলোর দেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
হৃদয় বিদারক এই ঘটনায় শিউরে উঠেছেন এলাকায়। কী করে এমন কাণ্ড ঘটানো যায়, তা নিয়ে সন্দিহান তাঁরা। পাশাপাশি ক্ষোভও জমেছে তাঁদের মধ্যে। স্থানীয় এক বাসিন্দা বলেন, "মর্মান্তিক ঘটনা। দিন চারেক আগে একটি কুকুর বাচ্চা দেয়। সম্ভবত ছয়টি বাচ্চা ছিল। এলাকাতেই থাকছিল। যে বা যারা করেছে শাস্তি হোক। ছোট কিংবা বড় যেই হোক, যেন ছাড়া না হয়।" পশুপ্রেমী সংগঠনের এক সদস্য বলেন, "আমরা দেখভাল করছিলাম। খবর পেলাম আগুনে পুড়ে ছানাগুলি মারা গিয়েছে। ওদের হত্যা করা হয়েছে। নৃশংস এই কাণ্ডের শাস্তি চাই।" ঘটনার তদন্ত শুরু করেছে জগাছা থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।
