shono
Advertisement
Janhvi Kapoor

ফ্লোরাল নেট শাড়িতে লাস্যময়ী জাহ্নবী, স্লিট গাউনে স্পষ্ট ক্লিভেজ, পঁচিশের ফ্যাশনিস্তা কাপুরকন্যাই

ঐতিহ্যের কথা মাথায় রেখেই সিংহভাগ সময় সেজে উঠতে ভালোবাসেন জাহ্নবী।
Published By: Arani BhattacharyaPosted: 03:09 PM Dec 30, 2025Updated: 04:04 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিটা বছরই নতুন কিছু ফ্যাশন ট্রেন্ড নিয়ে আসে। আর তা আসে বিনোদুনিয়ার তারকাদের হাত ধরে। এই তালিকায় রয়েছেন নতুন প্রজন্মের অভিনেত্রী জাহ্নবী কাপুর। ঐতিহ্যের কথা মাথায় রেখেই সিংহভাগ সময় সেজে উঠতে ভালোবাসেন জাহ্নবী। বেশিরভাগ ক্ষেত্রেই জাহ্নবী সেজে ওঠেন মণীশ মালহোত্রা, রিয়া কাপুর ও জয়ন্তী রেড্ডির মতো ডিজাইনারদের পোশাকে।

Advertisement

ওএহেন জাহ্নবী গোটা ২০২৫ সাল ধরেই ফ্যাশনের এমন বহু নতুন সংজ্ঞা তৈরি করেছেন। তবে শুধুই ভারতীয় পোশাকেই নয়, একইসঙ্গে পশ্চিমী ধারার পোশাকেও তিনি অনন্যা। কখনও গোলাপি ফ্লোরাল পোশাক তো কখনও আবার পোলকা ডটের লং ড্রেস। এক্কেবারে বোল্ড লুকে ধরা দিয়েছেন এই পোশাকে জাহ্নবী। স্পষ্ট তাঁর বক্ষ বিভাজিকা। এককথায় লাস্যময়ী জাহ্নবী। 

তার মধ্যে একটি হল জাহ্নবীর এই দুই লুক। সাদা ও সি-গ্রিন অফশোল্ডার, স্লিট কাট লং ড্রেসে জাহ্নবী কার্যতই মোহময়ী। তাঁর রূপের ছটা অনুরাগীদের মন জয় করে নেন বরাবর। একইসঙ্গে লং পোলকি ডটের পোশাকেও জাহ্নবী অনন্যা। মানানসই মেকআপ , হেয়ারস্টাইল ও মিনিমাল গয়নায় দারুন মানিয়েছে জাহ্নবীকে।

কানের মঞ্চেই হোক বা পারিবারিক অনুষ্ঠান বা ইন্ডাস্ট্রির কারও বিয়ের অনুষ্ঠান নানা ধরনের শাড়ি, লেহেঙ্গা বা ঘাগড়া-চোলিতে এক একসময় এক-এক রূপে ধরা দিয়েছেন জাহ্নবী। ২০২৫ সালেও তার ব্যতিক্রম হয়নি। সাদা ও গোলাপি পুতি ও বিডসের কাজ করা নুডল স্ট্র্যাপ ব্লাউজ, লেহেঙ্গা ও ক্রুশের কাজ করা ওড়নাতে অনন্যা জাহ্নবী। একইভাবে বন্ধগলা ব্লাউজ, ভেলভেটের শাড়ি। জমকালো-ভারী গয়না,টেনে বেঁধে হাত খোঁপায় এ যেন জাহ্নবীর এক অন্য রূপ। নিজের পোশাকে দেশিয় কারুকাজ ফুটিয়ে তোলা জাহ্নবীর মোডাল সিল্কের এই ব্লাউজ ও স্কার্টে ফ্যাশনের এক নতুন দিক দেখিয়েছেন শ্রীদেবী কন্যা। সঙ্গে নিয়েছেন সূক্ষ কাজের মানানসই শাল।

গোলাপি রঙের পোশাকে জাহ্নবী যেন এক অন্যরকমভাবে ধরা দিয়েছেন। আর ঠিক সেভাবেই তাঁকে অপরূপা লাগছে ২০২৫ সালে তাঁর এই লুকে। পিচ গোলাপি রঙের লেহেঙ্গা, ব্লাউজ আর নেটের ওড়নায় সাদা সুতোর কাজ করা পোশাকে জাহ্নবী যেন অপরূপা। অন্যদিকে সাদা রঙের ওয়েস্টার্ন পোশাকেও জাহ্নবীকে একইভাবে লাগছে অনন্যা। আর সারা ২০২৫ সাল জুড়েই এরকম নানা পোশাকে ফ্যাশনিস্তা হয়ে উঠেছেন কাপুরকন্যা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেশিরভাগ ক্ষেত্রেই জাহ্নবী সেজে ওঠেন মণীশ মালহোত্রা, রিয়া কাপুর ও জয়ন্তী রেড্ডির মতো ডিজাইনারদের পোশাকে।
  • জাহ্নবীর ভারতীয় পোশাকে থাকে আধুনিকতার ছোঁয়া। শাড়ি বা লেহেঙ্গাকে নতুন ধাঁচে পরে তা সকলের সামনে তুলে ধরায় জাহ্নবীর জুড়ি মেলা ভার।
  • শিফন, জর্জেট থেকে এদেশের নানা প্রান্তের কারুশিল্পিকে নিজের পোশাকে ফুটিয়ে তুলতে জাহ্নবী কখনও পিছপা হন না।
Advertisement