shono
Advertisement
Mamata Banerjee on Waqf Act

'ওয়াকফ সম্পত্তি কাড়তে দেব না', বাঁকুড়া থেকে আশ্বাস মমতার

'কোনও ধর্মস্থানে কাউকে হাত দিতে দেব না', বললেন মমতা।
Published By: Tiyasha SarkarPosted: 02:51 PM Dec 30, 2025Updated: 04:43 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংশোধিত ওয়াকফ আইন ইস্যুতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে তিনি বললেন,  "ওয়াকফ সম্পত্তি কাড়তে দেব না।" তাঁর সাফ কথা, "কোনও ধর্মস্থানে কাউকে হাত দিতে দেব না।"

Advertisement

সংশোধিত ওয়াকফ বিল (Waqf Bill) পাশ হয়ে, এখন তা আইনে পরিণত হয়েছে। নতুন আইন অনুযায়ী, কোনও সম্পত্তিকে ওয়াকফ সম্পত্তি হিসাবে ঘোষণা করার অধিকার শুধুমাত্র ওয়াকফ বোর্ডের হাতে থাকবে না। জেলাশাসক বা সেই পদমর্যাদার কোনও আধিকারিক চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই আইন পাশ হতেই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। উত্তপ্ত হয়ে ওঠে বাংলার মুর্শিদাবাদও। তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দল এই আইনের বিরোধিতা করে। সুপ্রিম কোর্টে এই আইন নিয়ে মামলাও হয়েছে।  সেখানেই কেন্দ্রের তরফে বলা হয়েছিল, "একটা ভ্রান্ত ধারণা তৈরি করা হয়েছে যে নতুন ওয়াকফ আইনে মুসলিমদের সব সম্পত্তি কেড়ে নেওয়া হবে। কিন্তু সেটা ঠিক নয়। তাছাড়া সরকারের কোনও সম্পত্তি যদি ওয়াকফ বোর্ড দখল করে নেয়, তাহলে সেটা কেন্দ্র ফেরত চাইতেই পারে।" সম্প্রতি কেন্দ্রীয় পোর্টালে ওয়াকফ সম্পত্তি নথিভুক্তকরণের কাজও শুরু হয়েছে। 

এসবের মাঝে মঙ্গলবার বাঁকুড়ার সভায় মমতার মুখে ফের শোনা গেল সেই ওয়াকফ প্রসঙ্গ। তিনি বললেন, "আমরা যতদিন আছি ওয়াকফ সম্পত্তি কাড়তে দেব না। কোনও ধর্মস্থানে কেউ হাত দিতে পারবে না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না। মন্দির, মসজিদ, গির্জা কিছুই ভাঙতে দেব না।” মুখ্যমন্ত্রীর আশ্বাসে কিছুটা স্বস্তিতে আমজনতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সংশোধিত ওয়াকফ আইন ইস্যুতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বাঁকুড়ার বড়জোড়ার সভা থেকে তিনি বললেন,  "ওয়াকফ সম্পত্তি কাড়তে দেব না।" তাঁর সাফ কথা, "কোনও ধর্মস্থানে কাউকে হাত দিতে দেব না।"
Advertisement