shono
Advertisement
Barasat

ঘরে বিকট গন্ধ! হাত-মুখ পোড়া অবস্থায় বারাসতে উদ্ধার কম্বলচাপা মহিলার দেহ

স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হত বলে জানাচ্ছেন প্রতিবেশীরা, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Published By: Sucheta SenguptaPosted: 12:27 PM Jun 09, 2025Updated: 12:29 PM Jun 09, 2025

অর্ণব দাস, বারাসত: সে এক ভয়াবহ দৃশ্য! ঘরের বাইরে বিকট গন্ধ। আর ঘরের ভিতরে কম্বলচাপা অবস্থায় এক নিথর দেহ। কম্বল খুলতেই মৃতদেহের চেহারা দেখে শিউরে উঠেছেন দুঁদে পুলিশকর্তারাও। মাঝবয়সি মৃত মহিলার মুখ, দুই হাত পোড়া! বারাসতের অশ্বিণী পল্লির খালপাড়া অঞ্চলের একটি বাড়ি থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় ছড়াল তীব্র চাঞ্চল্য। খুন না আত্মহত্যা, তা বুঝতে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বারাসত থানার পুলিশ।

Advertisement

বারাসতের অশ্বিনী পল্লির এই বাড়ি থেকেই উদ্ধার মহিলার পোড়া দেহ। নিজস্ব ছবি।

ঘটনাস্থল বারাসত পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের অশ্বিনী পল্লি খালপাড় অঞ্চল। স্থানীয় সূত্রে খবর, দু-একদিন ধরে এখানকার এক ভাড়াবাড়ি থেকে বিকট গন্ধ বেরচ্ছিল। রবিবার সন্ধ্যার পর থেকে সেই গন্ধ আরও তীব্র হয়। তাতে বিপদ বুঝে এলাকার লোকজন বাড়ির মালিককে খবর দেন। বাড়ির মালিক তৎক্ষণাৎ সেখানে পৌঁছে দেখেন, দরজা বন্ধ। একাধিকবার বাইরে থেকে ডাকাডাকি করেও কোনও সাড়াশব্দ মেলেনি। তখন বাড়ির মালিক খবর দেন পার্শ্ববর্তী দলীয় কার্যালয় এবং সেখান থেকে খবর যায় বারাসত থানায়।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে বারাসত থানার পুলিশ সেখানে গিয়ে দরজা ভেঙে ফেলে। ভিতরে ঢুকতেই দেখা যায়, কম্বল চাপা দেওয়া একটি মৃতদেহ খাটের উপর পড়ে রয়েছে। কম্বল সরাতেই বেরিয়ে আসে মহিলার মৃতদেহ। সূত্রের খবর, মৃতদেহের মুখ ও দুটি হাত কিছু দিয়ে পোড়ানো হয়েছে। ঘটনাস্থল থেকে বারাসাত থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসাত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। বাড়ির মালিক জানান, এক মাস ধরে স্বামী-স্ত্রী ভাড়া থাকতেন। স্বামী বিজু সাহা পেশায় বাসচালক। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া, অশান্তি লেগে থাকত বলে জানান প্রতিবেশীরা। এই ঘটনার দিন কয়েক আগে থেকেই স্বামী বিজু সহাকে এলাকার মানুষ দেখতে পাননি। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার নেই। গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে বারাসত থানার পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তীব্র গন্ধ, বারাসতের বাড়ি থেকে উদ্ধার মহিলার কম্বলচাপা দেহ।
  • মুখ, দুই হাত পোড়া, আত্মহত্যা নাকি খুন? তদন্ত শুরু পুলিশের।
Advertisement