shono
Advertisement

দিঘা যাওয়ার পথে দুর্ঘটনা, বাস উলটে জখম ১৫ জন পর্যটক

আহতদের মধ্যে ৬ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ The post দিঘা যাওয়ার পথে দুর্ঘটনা, বাস উলটে জখম ১৫ জন পর্যটক appeared first on Sangbad Pratidin.
Posted: 02:13 PM Jan 11, 2019Updated: 02:13 PM Jan 11, 2019

রঞ্জন মহাপাত্র, কাঁথি: নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উলটে গেল একটি বাস৷ দুর্ঘটনাটি ঘটেছে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের কাছে৷ এই দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন৷ তাঁদের স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ দুর্ঘটনাগ্রস্ত ওই বাসটিকে আটক করেছে পুলিশ৷

Advertisement

আবাসিক স্কুলে আত্মহত্যার চেষ্টা দুই ছাত্রীর, কারণ নিয়ে ধোঁয়াশা

শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনা ঘটল দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কের মারিশদা থানা এলাকায়। ঘাটাল থেকে দিঘার দিকে যাচ্ছিল একটি বাস৷ ওই বাসটিতে কমপক্ষে ২০ জন যাত্রী ছিলেন৷ তাঁরা প্রায় সকলেই দিঘার সমুদ্র দেখতেই যাচ্ছিলেন৷ মারিশদা থানার দইসাই বাসস্ট্যান্ডের কাছে বাস পৌঁছনো মাত্রই ঘটে বিপত্তি৷ রাস্তার পাশের গর্তে চাকা পড়ে ওই বাসটির৷ দ্রুত গতিতে আসা ওই বাসটি সঙ্গে সঙ্গেই নিয়ন্ত্রণ হারায়৷ উলটে যায় বাসটি৷ বাসে থাকা যাত্রীরা সকলেই কমবেশি জখম হন৷ দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান৷ প্রথমে আহতদের উদ্ধারে হাত লাগান তাঁরা৷ পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ আধিকারিকরাও৷ গ্রামবাসী এবং পুলিশের তৎপরতায় একে একে বাসে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়৷ তাঁদের কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ আহত ১৫ জনের মধ্যে ছ’জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক৷ কাঁথি মহকুমা হাসপাতালে আপাতত ভরতি রয়েছেন তাঁরা৷ দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করেছেন মারিশদা থানার পুলিশ আধিকারিকরা৷

হাসপাতালে ‘বদল’ সদ্যোজাত, কাঠগড়ায় বর্ধমান মেডিক্যাল

মাসখানেক আগেই ঠিক একই জায়গাতে দুর্ঘটনার কবলে পড়ে একটি দিঘাগামী বাস৷ হতাহত হন বেশ কয়েকজন যাত্রী৷ বারবার একই জায়গায় দুর্ঘটনার জেরে চিন্তিত প্রশাসন৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একে তো রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল আবার তার উপর চালক গতি নিয়ন্ত্রণও করেন না৷ তার জেরেই একের পর এক দুর্ঘটনার সাক্ষী থাকছে দইসাই৷ দুর্ঘটনা রোধে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার ভাবনাচিন্তা করছেন প্রশাসনিক আধিকারিকরা৷

The post দিঘা যাওয়ার পথে দুর্ঘটনা, বাস উলটে জখম ১৫ জন পর্যটক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement