shono
Advertisement

Breaking News

Jhargram

সুস্থ হয়েই স্বমেজাজে রামলাল! ঝাড়গ্রামের রাস্তায় বেরিয়ে শুরু 'তোলাবাজি'

কে এই রামলাল?
Published By: Subhankar PatraPosted: 10:29 AM May 10, 2025Updated: 10:37 AM May 10, 2025

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: সুস্থ হয়েই আবার নিজের ফর্মে রামলাল! দুলকি চালে রাজ্য সড়ক চষে বেড়াল সে। গাড়ি গুলিতে শুঁড় বুলিয়ে চলে খাবারের সন্ধান থুড়ি তোলাবাজি! ফলে রীতিমতো যানজট তৈরি হয় সড়কে। পরে আপন মনে পাশের একটি আম বাগানে চলে গেলে যাতায়াত স্বাভাবিক হয়। 

Advertisement

কে এই রামলাল? পশুপ্রেমীরা জানেন শান্ত স্বভাবের রামলাল আদতে হাতি। ঝাড়খণ্ড থেকে শুরু করে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, খড়গপুর ডিভিশনের বিভিন্ন গ্রামীণ এলাকায় যার অবাধ যাতায়াত। রামলাল সম্পর্কে মানুষের ধরনা সে সচরাচর আক্রমণ করে না। তাই অনেকে সাহসে ভর করে হাতিটিকে কাটিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছেন। কিন্তু বেশির ভাগ গাড়ির চালক অপেক্ষা করেছে তার সরে যাওয়ার জন্য।

শুক্রবার ভোরের আলো ফুটতে রাজ্য সড়কে গাড়ির যাতায়াত শুরু হতেই দেখা যায় ঝাড়গ্রাম লোধাশুলি রাজ্য সড়কের জিতুশোল এলাকায় রাস্তার উপরে উঠে এসেছে রামলাল। রাস্তার উপরে হাতি উঠে আসায় সারি দিয়ে দাঁড়িয়ে যায় বাস, লরি-সহ অন্যান্য গাড়িগুলি। বেশকিছু সময় ধরে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকায় যানজট সৃষ্টি হয়। পরে হাতিটি জিতুশোল এলাকার আম বাগানে প্রবেশ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১০ থেকে ১২ দিন আগে এই রামলালকে শরীরে দগদগে ঘা নিয়ে ক্লান্ত শরীরে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল। সেই ছবি সোশাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে ঘুরছিল। খবর পাওয়ার পরেই চিকিৎসা শুরু করেছিল বনদপ্তরের চিকিৎসকেরা। অ্যান্টিবায়োটিক খাবার সঙ্গে দেওয়ার পাশাপাশি বেলুন ছুড়ে ক্ষত স্থানে ওষুধ লাগানো হয়েছিল। বর্তমানে হাতিটি বেশ কিছুটা সুস্থ হতেই নিজের ফর্মে ফিরে এসেছে! সম্প্রতি গত বুধবার গড় শালবনী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্যুরিস্ট বাসের সামনে গিয়ে খাবারের সন্ধান করে। পরে সেখানে থেকে সরে যায়।

উল্লেখ্য, শান্ত স্বভাবের এই হাতিটি ঝাড়খণ্ড থেকে শুরু করে ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া, খড়গপুর ডিভিশনের বিভিন্ন গ্রামীণ এলাকায় অবাধে যাতায়াত করে। বনদপ্তরের বক্তব্য এদিন সকালে হাতিটি রাজ্য সড়কে উঠেছিল তবে কিছু সময় পরেই রাস্তা থেকে সরে যায়। হাতি বাস বা লরির কোনও ক্ষয়ক্ষতি করেনি বলেই জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সুস্থ হয়েই আবার নিজের ফর্মে রামলাল! দুলকি চালে রাজ্য সড়ক চষে বেড়াল সে।
  • তার ফলে রীতিমতো যানজট তৈরি হয় সড়কে। পরে আপন মনে পাশের একটি আম বাগানে চলে গেলে রাস্তায় যাতায়াত স্বাভাবিক হয়।
  • এমনই দৃশ্য দেখা গিয়েছে ঝাড়গ্রাম লোধশুলি রাজ্য সড়কে।
Advertisement