shono
Advertisement
Bankura

বর্ষবরণের রাতে টোটোয় ধাক্কা মেরে পথচারীকে পিষে দিল গাড়ি, বাঁকুড়ায় মৃত ২

বর্ষবরণের রাতে বেপরোয়া গতির জেরে ভয়াবহ দুর্ঘটনা।
Published By: Kousik SinhaPosted: 11:08 AM Jan 01, 2026Updated: 11:08 AM Jan 01, 2026

টিটুন মল্লিক, বাঁকুড়া: বর্ষবরণের রাতে বেপরোয়া গতির জেরে ভয়াবহ দুর্ঘটনা। টোটোয় ধাক্কা মেরে পথচারীকে পিষে দিল অভিশপ্ত গাড়ি। মর্মান্তিক মৃত্যু দু'জনের। ঘটনার পরেই গাড়ি ফেলেই চম্পট দেয় অভিযুক্ত চালক। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানার ভৈরবপুর গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। দীর্ঘক্ষণ ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়। যার জেরে দীর্ঘ যানজট তৈরি হয়।

Advertisement

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ আধিকারিকরা। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অন্যদিকে কীভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, কুয়াশার জেরে নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। অন্যদিকে অভিযুক্ত চালকের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি।

মৃত পথচারীর নাম কুরান ঘোষ আর টোটো চালকের নাম সোমনাথ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে দ্রুত গতিতে একটি বোলেরো গাড়ি বাঁকুড়ায় আসছিল। সামনেই টোটো নিয়ে যাচ্ছিলেন সোমনাথ। সেই সময় ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, অভিশপ্ত গাড়িটি সজোরে প্রথমে ওই টোটোটিকে ধাক্কা মারে। এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একপাশ দিয়ে হেঁটে যাওয়া কুরান ঘোষকে পিষে দেয় বলে দাবি স্থানীয়দের।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তাঁরাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। খবর দেওয়া হয় পুলিশে। গুরুতর আহত দুজনকে স্থানীয়রা নিয়ে যান স্থানীয় অমরকানন হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা দু'জনকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তকে গ্রেফতারির দাবিতে দীর্ঘক্ষণ ধরে চলে এই বিক্ষোভ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বর্ষবরণের রাতে বেপরোয়া গতির জেরে ভয়াবহ দুর্ঘটনা।
  • টোটোয় ধাক্কা মেরে পথচারীকে পিষে দিল অভিশপ্ত গাড়ি।
  • মর্মান্তিক মৃত্যু দু'জনের।
Advertisement