সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: দীর্ঘ টালবাহানার পর অবশেষে কাটছে বাগডোগরা বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিং সম্প্রসারণ জট৷ বিমানবন্দর সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় জমি কেনার অর্থ দিতে অবশেষে সম্মতি জানাল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা এএআই৷ জানা গিয়েছে, মোট ১১০ একর জমি কিনতে ক্ষতিপূরণ বাবদ ২৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এএআই কর্তৃপক্ষ৷ নয়া এই সিদ্ধান্ত কার্যকর হলে জমি জটের কারণে গত পাঁচ বছর ঝুলে থাকা টার্মিনাল বিল্ডিং সম্প্রসারণের কাজ গতি পাবে বলে মনে করা হচ্ছে৷
[একরাতে ৭ জন নাবালিকার বিয়ে আটকাল প্রশাসন, অভিভাবকদের সচেতনতা নিয়ে প্রশ্ন]
বাগডোগরা বিমানবন্দরে অধিকর্তা সুব্রহ্মণ্যম পি বলেন, “এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তরফে জমি অধিগ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করার কথা বলা হয়েছে৷ অর্থ বরাদ্দের প্রক্রিয়া দ্রুত গতিতে এগোচ্ছে বলে জানতে পেরেছি৷ তবে, এখনও পর্যন্ত আমাদের কাছে সরকারিভাবে কোনও নির্দেশিকা আসেনি৷ তাই অর্থের পরিমাণ ও কত জমি অধিগ্রহণ করা হবে, তা এখনই জানানো যাচ্ছে না৷ তবে, দ্রুত এ বিষয়ে পদক্ষেপ করা হবে বলে আমরা দপ্তর সূত্রে জানতে পেরেছি৷’’
[মুক্ত সংশোধনাগার দেখাচ্ছে আশার আলো, সৎ পথে ফিরছে সাজাপ্রাপ্ত আসামীরা]
এর আগে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফে অবশ্য জমি অধিগ্রহণের জন্য কোনও রকম অর্থ দিতে অস্বীকার করা হয়। বলা হয়েছিল, যেহেতু গোটা দেশে কোথাও অর্থের বিনিময়ে জমি নেওয়ার প্রথা নেই, তাই এক্ষেত্রে জমি কিনলে সব জায়গায় এই উদাহরণ তৈরি হয়ে যাবে৷ ফলে, পরে সমস্যা হতে পারে বলেও জানানো হয় এএআইয়ের তরফে৷
রাজ্য সরকারের তরফে অবশ্য সাফ জানিয়ে দেওয়া হয়েছিল, তাদের হাতে জমি থাকলে বিনামূল্যেই জমি বিলি করা যেত৷ কিন্তু, বিমানবন্দর লাগোয়া এলাকাটি রয়েছে ব্যক্তিগত মালিকানায়৷ ফলে রাজ্য সরকার অধিগ্রহণ করেতে পারবে না। কেন্দ্র ও রাজ্যের এই টালবাহানার জেরে গত পাঁচ বছরে টার্মিনাল বিল্ডিংয়ের কাজ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি৷ অথচ বাগডোগরা বিমানবন্দরে একের পর এক উড়ান বেড়েছে৷ যাত্রী সংখ্যাও দু’লক্ষ ছাড়িয়ে তিন লক্ষের দিকে পা বাড়িয়েছে৷ যাত্রীদের ভিড়ে কাজকর্ম করতেও সমস্যায় পড়তে হচ্ছে বন্দর কর্তৃপক্ষকে৷ অবশেষে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তার আগের অবস্থান থেকে পিছু হটায় নয়া প্রকল্প দিনের আলো দেখতে চলেছে বলে অনুমান বন্দর কর্মীদের৷ ২০২০-র শুরুতে নতুন টার্মিনাল বিল্ডিং তৈরির কাজ শুরু করার প্রাথমিক লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে বলে খবর৷
The post বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণে ২৫ কোটি টাকা বরাদ্দ কেন্দ্রীয় সংস্থার appeared first on Sangbad Pratidin.
