shono
Advertisement

রাজ্যের প্রকল্পকে দরাজ সার্টিফিকেট কেন্দ্রের, প্রশংসিত মুখ্যমন্ত্রীর সাধের ‘নির্মল বাংলা’

রাজ্য সরকারের এবার লক্ষ্য কঠিন বর্জ্য সংরক্ষণ৷ The post রাজ্যের প্রকল্পকে দরাজ সার্টিফিকেট কেন্দ্রের, প্রশংসিত মুখ্যমন্ত্রীর সাধের ‘নির্মল বাংলা’ appeared first on Sangbad Pratidin.
Posted: 09:24 AM Aug 03, 2019Updated: 01:01 PM Aug 03, 2019

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: রাজ্যের প্রায় প্রতিটি বাড়িতেই তৈরি হয়েছে শৌচাগার৷ ‘নির্মল বাংলা’র ব্যাপক সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রকল্পের সাফল্য কথা জানিয়ে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন তিনি৷ এবার কঠিন বর্জ্য সংরক্ষণের বিষয়ে নজর দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

[আরও পড়ুন: বগুলার পর ফুলিয়া, প্রকাশ্যে দুই বিজেপিকর্মীকে বেধড়ক মারধরে চাঞ্চল্য]

ক্রমশই পৃথিবীতে বাড়ছে ইট-কাঠ-কংক্রিটের বহুতলের সংখ্যা৷ নগরায়নের হিড়িকে হারিয়ে যাচ্ছে সবুজ৷ তার জেরে ক্রমশই নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্রের ভারসাম্য৷ পৃথিবীকে পরিচ্ছন্ন করে তোলার জন্য নানা কর্মসূচি নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ক্ষমতায় আসার পর থেকে ‘নির্মল বাংলা’ সহ একাধিক প্রকল্প নিয়েছেন তিনি৷ ওই প্রকল্পের আওতায় সকলের ঘরে ঘরে শৌচাগার তৈরি করে দেওয়া হয়৷ ইতিমধ্যেই এই প্রকল্প কেন্দ্রের কাছে আগেই প্রশংসিত হয়েছে৷

এবার এই প্রকল্পে সাফল্যের কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি লেখেন, ‘‘বাংলায় শৌচালয় নেই এমন বাড়ির সংখ্যা শূন্য৷ ইতিমধ্যে কেন্দ্রের তরফে আমাদের প্রকল্পের প্রশংসা করা হয়েছে৷ নির্মল বাংলা প্রকল্পের আওতায় ১ কোটি ৩৫ লক্ষ গৃহস্থকে আওতায় আনা হয়েছে৷ নির্মল বাংলার সাফল্যের পর এবার কঠিন বর্জ্য সংরক্ষণের চেষ্টা করব৷’’

[আরও পড়ুন: রাতের অন্ধকার কারা জ্বালিয়ে দিচ্ছে গাড়ি? আতঙ্ক দুর্গাপুরে]

সবুজ এবং জল সংরক্ষণে ইতিমধ্যেই নানা কর্মসূচি নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শহরের রাস্তায় হেঁটে গাছ লাগানো এবং জল বাঁচানোর কথা সকলকে জানিয়েছেন তিনি৷ পরিবেশ বাঁচাতে তাঁর এই উদ্যোগে যথেষ্ট খুশি পরিবেশপ্রেমীরা৷ যদিও শুধুমাত্র পরিবেশ রক্ষার তাগিদে যে মুখ্যমন্ত্রী একাধিক উদ্যোগ নিচ্ছেন তা মানতে রাজি নয় রাজনীতিকরা৷ তাঁদের দাবি, পুরভোটের কথা মাথায় রেখেই জল এবং সবুজ বাঁচানোর মতো লক্ষ্যকে সামনে রেখেই পথে নেমেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷

The post রাজ্যের প্রকল্পকে দরাজ সার্টিফিকেট কেন্দ্রের, প্রশংসিত মুখ্যমন্ত্রীর সাধের ‘নির্মল বাংলা’ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement