shono
Advertisement
Chopra IC

চোপড়া কাণ্ডে 'রাজনৈতিক রং লাগানো হচ্ছে', আইসিকে শোকজ

রাজ্য পুলিশের দাবি, উত্তর দিনাজপুরের চোপড়ায় মারধরের ঘটনায় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
Published By: Paramita PaulPosted: 04:44 PM Jul 01, 2024Updated: 05:11 PM Jul 01, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চোপড়ার ঘটনায় কড়া রাজ্য পুলিশ। সালিশি সভায় যুগলকে মারধরের ঘটনায় চোপড়ার আইসিকে শোকজ করল প্রশাসন। উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনায় বিরোধীরা বার বার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে। এর মাঝেই রাজ্য পুলিশ জানিয়ে দিল, তারা তৎপর। দ্রুত ব্যবস্থা নিচ্ছে। মূল অভিযুক্তকেও গ্রেপ্তারও করা হয়েছে।

Advertisement

রবিবারই প্রকাশ্যে এসেছে চোপড়ার সালিশির ভিডিও। যাতে দেখা গিয়েছে, কঞ্চি হাতে বেধড়ক মারধর করছেন এক তরুণীকে। তাঁর পুরুষসঙ্গীর তালিবানি নির্যাতনের শিকার। দুজনের ‘অপরাধ’ পালিয়ে গিয়ে বিয়ে করে সংসার পেতেছিলেন। সেই ঘটনায় রাজ্যে জোর শোরগোল। শাসক-বিরোধীর মধ্যে চলছে জোর আলোচনা। আপাতত পুলিশের জালে জেসিবি। আদালত তাকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। এর মাঝেই চোপড়ার আইসিকে শোকজ করল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। 

 

[আরও পড়ুন: সুবোধ সিংকে ১৪ দিনের হেফাজতে পেল না CID, জেলেই ‘গ্যাংস্টার’]

এদিন এক্স হ্যান্ডেলে রাজ্য পুলিশ জানিয়েছে, চোপড়ায় মারধরের ঘটনায় গুজব ছড়াচ্ছে একাংশ। রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিত যুগলের নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এর পর পুলিশ কর্মীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল তারা। 

[আরও পড়ুন: চোর সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মার! মৃত্যু তারকেশ্বরের যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চোপড়ার ঘটনায় কড়া রাজ্য পুলিশ।
  • সালিশি সভায় যুগলকে মারধরের ঘটনায় চোপড়ার আইসিকে শোকজ করল প্রশাসন।
  • উত্তর দিনাজপুরের চোপড়ার ঘটনায় বিরোধীরা বার বার পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে।
Advertisement