সংবাদ প্রতিদিন ব্যুরো: ফলপ্রকাশের পর বেশ কিছুদিন কেটে গেলেও বিভিন্ন প্রান্তে অব্যাহত বিক্ষিপ্ত অশান্তি। সোমবার কোচবিহারে আক্রান্ত তৃণমূল অঞ্চল সভাপতি। অন্যদিকে, বিজেপি করার অপরাধে বীরভূমে এক ব্যক্তির পোলট্রিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের কর্মীদের বিরুদ্ধে। পাশাপাশি, বিজেপির বিজয় মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনায় রণক্ষেত্র পুরুলিয়ার বলরামপুর।
[আরও পড়ুন: বন্ধুর বাড়িতে মদের আসরে গিয়ে গুলিবিদ্ধ ব্যক্তি, পুলিশের জালে অভিযুক্ত]
জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের প্রেমেরডাঙা এলাকায় ছিলেন অঞ্চল সভাপতি নির্মল দত্ত ও উপপ্রধান মিজারুদ্দিন মিঞা। অভিযোগ, সেই সময় হঠাৎই তাঁদের উপর চড়াও হয় বিজেপির বাইক বাহিনী। তাঁদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অন্যদিকে, সোমবার রাতে বীরভূমের ময়ূরেশ্বরে বিজেপি করার অপরাধে এক ব্যক্তির পোলট্রিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই এলাকায় বোমাবাজিও করা হয় বলে অভিযোগ।
[আরও পড়ুন: আস্থা ভোটে হারের বদলা নিলেন অর্জুন, ভাটপাড়া পুরসভার দখল নিল বিজেপি]
পাশাপাশি, সোমবার বিজয় মিছিল চলাকালীন পুরুলিয়ায় বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। জানা গিয়েছে, এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত পুরুলিয়ার বিভিন্ন এলাকায় মিছিল করেন স্থানীয় বিজেপি কর্মীরা। অভিযোগ, মিছিল থেকেই পুলিশকে লক্ষ্য করে আবির ছোঁড়া হয়। আবির গায়ে লাগতেই মিছিলে লাঠিচার্জ করে পুলিশ। আহত হন প্রায় ২০ জন। স্থানীয় হাসপাতালে ভরতি করা হয় তাঁদের। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের দেবেন মাহাতো সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জেলা পুলিশ সুপার আকাশ মাঘারিয়া বলেন, “বিনা অনুমতিতে মিছিল বের করেছিল বিজেপি।” পাশাপাশি জানানো হয়েছে, মদ্যপ অবস্থায় মিছিলে অশান্তি করছিল অনেকে, তাই বাধ্য হয়ে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। বিজেপির দাবি, পুলিশের অভিযোগ ভিত্তিহীন। মিছিলে চলাকালীন বিজেপি কর্মী, সমর্থকরা কোনওরকম আপত্তিকর আচরণ করেনি বলেই জানিয়েছে বিজেপি নেতৃত্ব।
The post ভোট পরবর্তী হিংসা অব্যাহত, মাথাভাঙায় আক্রান্ত তৃণমূলের অঞ্চল সভাপতি appeared first on Sangbad Pratidin.
