shono
Advertisement

‘বর্ণবিদ্বেষী’মন্তব্য অধ্যাপিকার, বহিষ্কারের দাবিতে ছাত্র বিক্ষোভ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

উত্তপ্ত কলেজ চত্বর, বসানো হয়েছে পুলিশ পিকেট। The post ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্য অধ্যাপিকার, বহিষ্কারের দাবিতে ছাত্র বিক্ষোভ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে appeared first on Sangbad Pratidin.
Posted: 06:54 PM May 08, 2019Updated: 06:54 PM May 08, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ছাত্র-শিক্ষক বিক্ষোভে উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় চত্বর। বাংলার অধ্যাপিকাকে বহিষ্কারের দাবি নিয়ে বুধবার উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিতে যায় পড়ুয়ারা। অভিযোগ, সেই সময় পড়ুয়াদের উপাচার্যের ঘরে ঢুকতে বাধা দেওয়া হলে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর। পরে মাটিগাড়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

Advertisement

[আরও পড়ুন: সকালে পঠনপাঠন চালুর দাবিতে আন্দোলনে নামলেন প্রাথমিক শিক্ষকরা]

ঘটনার সূত্রপাত বেশ কয়েকমাস আগে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা মঞ্জুলা বোসের মন্তব্যকে ঘিরে শুরু হয় বিতর্ক। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ে বর্ণবিদ্বেষমূলক কথা বলেছিলেন ওই অধ্যাপিকা। এর বিরোধিতায় সরব  হয় পড়ুয়ারা। বিষয়টি প্রকাশ্যে আসার পরই ওই অধ্যাপিকাকে সাসপেন্ডও করা হয় বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। কিন্তু, ছাত্র-ছাত্রীদের দাবি ছিল বহিষ্কার করতে হবে ওই অধ্যাপিকাকে। নিজেদের দাবি জানিয়ে বুধবার উপাচার্যের কাছে স্মারকলিপি পেশ করার জন্য যায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। জানা গিয়েছে, সেই সময় উপাচার্য আন্দোলনকারী পড়ুয়াদের মধ্যে যে কোনও ৪ জনকে তাঁর ঘরে ডাকেন। কিন্তু তাঁরা সবাই একসঙ্গে উপাচার্যের ঘরে ঢোকার চেষ্টা করে। সেই সময় তাঁদের বাধা দেয় উপাচার্যের ঘরের বাইরে থাকা নিরাপত্তারক্ষীরা। এরপরই হাতাহাতিতে জড়িয়ে পড়েন পড়ুয়া,শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মচারীরা।

[আরও পড়ুন: রমজান নিয়ে ‘রাজনীতি’! নেটদুনিয়ায় কটাক্ষের শিকার মিমি]

জানা গিয়েছে, দু’পক্ষের হাতাহাতিতে জখম হয়েছেন কলেজের এক নিরাপত্তারক্ষী ও উপাচার্যের আপ্ত সহায়ক। এরপরই ঘটনার প্রতিবাদে কলেজের গেটে তালা আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের অভিযোগ, তাঁরা উপাচার্যের ঘরে ঢোকার চেষ্টা করতেই তাঁদের আক্রমণ করে নিরাপত্তারক্ষীরা। অন্যদিকে, কলেজ কর্তৃপক্ষের অভিযোগ তাঁদের উপর হামলা চালিয়েছে পড়ুয়ারা। দু’পক্ষের সংঘর্ষে কার্যত রণক্ষেত্র চেহারা নেয় বিশ্ববিদ্যালয় চত্বর। পরে ঘটনাস্থলে যায় মাটিগাড়া থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। কলেজ চত্বরে বসানো হয়েছে পুলিশ পিকেট। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 

The post ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্য অধ্যাপিকার, বহিষ্কারের দাবিতে ছাত্র বিক্ষোভ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement