shono
Advertisement

১ জুলাই পর্যন্ত রাজ্যে বন্ধই লোকাল ট্রেন-মেট্রো, কী কী ক্ষেত্রে নিয়ম শিথিল?

১৬ মে থেকে বিধিনিষেধ সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করল  রাজ্য। 
Posted: 04:24 PM Jun 14, 2021Updated: 06:02 PM Jun 14, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার কড়া বিধিনিষেধের মেয়াদ আরও ১৫দিন বাড়ল রাজ্যে। তবে একাধিক ক্ষেত্রে মিলল ছাড়। যদিও এখনই লোকাল ট্রেন, মেট্রো বা গণপরিবহণ চলাচলে ছাড় দেয়নি রাজ্য। তবে দোকান, বাজার, অফিসের মতো জন পরিষেবার ক্ষেত্রে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে। সোমবার সাংবাদিক সম্মেলন করে সেই সমস্ত তথ্য জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আগামী ১৫ দিন কী করা যাবে আর কী করা যাবে না, রইল তার তালিকা।

Advertisement

১৬ মে থেকে বিধিনিষেধ সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করল  রাজ্য। 

  • ২৫ শতাংশ কর্মীদের উপস্থিতি নিয়ে সমস্ত সরকারি অফিস চলবে।
  • বেসরকারি অফিস ১০-৪ টে থেকে খোলা।  ২৫ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারেন।
  • কর্মীদের জন্য পরিবহণের ব্যবস্থা করবে অফিস। ই-পাসের ব্যবস্থা থাকবে।
  • প্রাতঃভ্রমণের জন্য সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত পার্ক খোলা। টিকা নিয়েছেন, এমন ব্যক্তিরাই মর্নিং ওয়াকে বেরনোর অনুমতি পাবেন।
  • টিকার দুটি ডোজ সম্পূর্ণ হলে তবেই ঢোকা যাবে পার্কে।
  • বাজার খোলা সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত।
  • অন্যান্য দোকান খোলা থাকবে ১১-৬ টা পর্যন্ত।
  • রেস্তরাঁ-বার, শপিং মল,হোটেল ১২টা থেকে ৮টা পর্যন্ত খোলা।
  • শপিং মল ১১-৬টা পর্যন্ত খোলা, ২৫ শতাংশের বেশি কর্মী হাজির থাকতে পারবেন না।  একসঙ্গে  ঢুকতে পারবেন সর্বাধিক ৩০ শতাংশ ক্রেতা।

[আরও পড়ুন: বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিয়েই রাজ্যে কঠোর বিধিনিষেধের মেয়াদ আরও বাড়ল]

 

  • স্টেডিয়ামে খেলা হতে পারে। তবে দর্শক থাকতে পারবেন না।
  • প্রতি শুটিং ইউনিটে ৫০ জন সদস্য হাজির থাকতে পারবেন। প্রত্যেকের টিকাকরণ সম্পূর্ণ হতে হবে। 
  • স্কুল-কলেজ-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ।
  • লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা বন্ধ। বন্ধ বাসও।
  • জরুরি পরিষেবা ছাড়া ট্যাক্সি, অটো বন্ধ।
  • সামাজিক-রাজনৈতিক জমায়েত বন্ধ।
  • সিনেমা হল, বিউটি পার্লার, স্পা বন্ধ। 
  • বিয়েতে সর্বাধিক ৫০ জন হাজির থাকতে পারবেন।
  • শেষকৃত্যে ২০ জনের বেশি নয়।
  • ব্যাংক ১০টা থেকে দুপুর ২ টো পর্যন্ত খোলা।
  • রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত কোনও গাড়ি চলবে না। জরুরি কাজ ছাড়া বাইরে বেরনো যাবে না। 

[আরও পড়ুন: বিহারে বজ্রপাতে মৃত ও জখম পুরুলিয়ার শ্রমিকদের পাশে তৃণমূল, অর্থ পাঠালেন অভিষেক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement