shono
Advertisement

মুখ্যমন্ত্রীর সভায় প্ল্যাকার্ড হাতে হাজির TET চাকরিপ্রার্থীরা, ডেকে কথা বললেন মমতা, দিলেন আশ্বাসও

কেতুগ্রামের নার্স রেণু খাতুনের সঙ্গেও দেখা করেন মমতা।
Posted: 06:03 PM Jun 27, 2022Updated: 08:18 PM Jun 27, 2022

সৌরভ মাজি, বর্ধমান: ২০১৪ সালে পরীক্ষা দিয়েও মেলেনি চাকরি। তাই মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে নিজেদের দুর্ভোগের কথা জানাতে চেয়েছিলেন তাঁরা। তাই প্ল্যাকার্ড হাতে তিন চাকরিপ্রার্থী পৌঁছে গিয়েছিলেন বর্ধমানে মুখ্যমন্ত্রীর সভামঞ্চের সামনে। সভা শেষে তিন চাকরিপ্রার্থীর সঙ্গে একান্তে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM Mamata Banerjee)। আশ্বাসও দিলেন তাঁদের দাবিদাওয়া নিয়েও। পাশাপাশি কেতুগ্রামের নার্স রেণু খাতুনের সঙ্গেও দেখা করেন মমতা। বলেন, লড়াই চালিয়ে যাও। 

Advertisement

২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের (TET) পরীক্ষা দিয়েছিলেন ২০ হাজার চাকরিপ্রার্থী। তাঁদের মধ্যে ছিলেন বর্ধমানের তিন জন। দুর্গাপুরের স্বাতী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায়, আসানসোলের সোমা কর এবং জো গ্রামের সুমনা কুমারী দত্ত। পরীক্ষা দিয়েও মেলেনি চাকরি। দীর্ঘদিন চাকরিপ্রার্থীদের ধরনা মঞ্চে ছিলেন তাঁরা। আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলছে।

[আরও পড়ুন: ‘৪ বছর নয়, অগ্নিবীররা ৬০ বছর পর্যন্ত চাকরি করবেন’, অগ্নিপথ প্রকল্প নিয়ে ফের সরব মমতা]

সোমবার বর্ধমানের নবাবহাটের গোদার মাঠে কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। তাঁকে নিজেদের দুর্দশার কথা জানাতে হাজির হয়েছিলেন তিন চাকরিপ্রার্থী। মঞ্চের সামনেই দর্শকাসনে প্ল্যাকাড হাতে দাঁড়িয়েছিলেন তাঁরা। তাতে লেখা, ‘দিদি কিছু বলতে চাই’, ‘দিদি কথা বলুন’, ‘দিদি কিছু বলতে চাইছি’।

কিন্তু পুলিশ তিনজনকে সরিয়ে দেয়। জানান, তাঁদের বার্তা মুখ্যমন্ত্রীকে পৌঁছে দেওয়া হবে। কথা রেখেছিলেন তাঁরা। সভা শেষ হতেই তিনজনকে আলাদা করে ডেকে নিয়ে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন। সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি। এমনটাই জানিয়েছেন তিন চাকরিপ্রার্থী।

মুখ্যমন্ত্রীর সভায় তিন চাকরিপ্রার্থী। ছবি: মুকলেসুর রহমান।

[আরও পড়ুন: ভাগ্য বদলে দিল দিঘার তেলিয়া ভোলা! বিশাল মাছ বিক্রি হল ১৩ লক্ষ টাকায়]

উল্লেখ্য, চাকরির দাবিতে কলকাতার রাস্তায় দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেও বিক্ষোভ দেখিয়েছিলেন তাঁরা। চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আশ্বাসও দিয়েছেন। এবার তিন চাকরিপ্রার্থীর সঙ্গে কথা বললেন খোদ মুখ্যমন্ত্রী।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার