shono
Advertisement
CM Mamata Banerjee

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, আজ বর্ধমানে পরিষেবা প্রদান-প্রশাসনিক বৈঠক

Published By: Sucheta SenguptaPosted: 08:11 PM Aug 24, 2025Updated: 09:12 AM Aug 26, 2025

সৌরভ মাজি, বর্ধমান: ফের জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন বর্ধমানে। সেখানে দুই বর্ধমানের আধিকারিকদের নিয়ে প্রশাসনিক সভার পাশাপাশি, জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পের উপভক্তদের হাতে সরাসরি সুবিধা তুলে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে জেলায় ইতিমধ্যে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষত খারাপ আবহাওয়ার কারণে রাস্তাঘাটের বেহাল দশা এখন। মুখ্যমন্ত্রীর যাত্রাপথ মসৃণ করে দিতে জোরকদমে চলছে কাজ।

Advertisement

এদিন পূর্ব ও পশ্চিম দুই বর্ধমানের আধিকারিকদের নিয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে। এছাড়াও, প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিরা সভায় উপস্থিত থাকবেন। তার মধ্যে রয়েছে, জেলা পরিষদের সভাধিপতি ও অন্যান্য কর্মাধ্যক্ষরা। পাশাপাশি, মুখ্যমন্ত্রী মঙ্গলবার সরাসরি পাট্টা বিলি করতে পারেন। দুই জেলার সরকারি প্রকল্পের উপভোক্তদের হাতে সরাসরি সুবিধাও তুলে দেবেন বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী জেলা সফরে এসে রাস্তা সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করতে পারেন বলে সূত্র মারফত জানা গিয়েছে।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে প্রস্তুতি শেষ। গত সপ্তাহে জেলাশাসক আয়েশা রানি এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস-সহ অন্যান্য আধিকারিকরা মিউনিসিপ্যাল স্কুলের মাঠটি পরিদর্শন করেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সভার জন্য বর্ধমানে পুলিশ লাইনের মাঠ ও বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠটি বাছাই করা হয়। শেষ পর্যন্ত বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের মাঠটি ঠিক করা হয়েছে। সভা শেষে মুখ্যমন্ত্রী জি টি রোড ধরে পুলিশ লাইন পর্যন্ত পদযাত্রা করতে পারেন।

এবিষয়ে জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানান, "মুখ্যমন্ত্রীর সভার বিষয়ে প্রশাসনিক মহল প্রস্তুতি শুরু করেছে। মুখ্যমন্ত্রীর হাত ধরে একাধিক প্রকল্পের সূচনা হওয়ায় কথা রয়েছে।''

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আজ ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী।
  • মঙ্গলবার একগুচ্ছ কাজ নিয়ে যাচ্ছেন বর্ধমানে।
  • দুই বর্ধমান নিয়ে প্রশাসনিক বৈঠক, পরিষেবা প্রদান ও মিছিল কর্মসূচি রয়েছে তাঁর।
Advertisement