shono
Advertisement
Jalpaiguri

জলপাইগুড়ির আকাশে রহস্যময় আলো! চাঞ্চল্য ছড়াল জেলাজুড়ে

কেউ বলছেন উল্কা, কারও মতে ইউএফও।
Published By: Biswadip DeyPosted: 11:48 PM Dec 18, 2025Updated: 11:48 PM Dec 18, 2025

শান্তনু কর, জলপাইগুড়ি: জলপাইগুড়ির আকাশে দেখা গেল রহস্যময় আলো। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জেলাজুড়ে। সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও ও ছবি। অনেকেই দাবি করেছেন, এটা ইউএফও অর্থাৎ ভিনগ্রহীদের যান। কেউ কেউ অন্য দাবিও করেছেন। সব মিলিয়ে উজ্বল আলোর রেখাকে ঘিরে তুঙ্গে জল্পনা।

Advertisement

ধূপগুড়ি, ময়নাগুড়ি, সদর, রাজগঞ্জ ব্লকের বাসিন্দাদের এক বড় অংশই দাবি করেছেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ তাঁরা আকাশ চিরে একটা আলোর মালা দেখেছেন। দেখেছেন অন্ধকার আকাশ ভেদ করে মিলিয়ে যাচ্ছে উজ্বল আলোর রেখাটি। কারও কারও দাবি, তাঁরা প্রবল ঝাঁকুনিও অনুভব করেছেন। কেউ কেউ বলেছেন, তাঁরা শোঁ শোঁ শব্দও শুনতে পেয়েছেন। আবার অনেকের দাবি, তাঁরা দেখেছেন আলোকবৃত্তটি মাটি আছড়ে পড়ছে। সোশাল মিডিয়ায় ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর চাঞ্চল্য বাড়ে।

যদিও বিষয়টি নিয়ে আশ্বস্ত করেছে পুলিশ। জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, সমস্ত থানায় খোঁজ নিতে বলা হয়েছে। এখনও পর্যন্ত যতটা জানা গিয়েছে, কোথাও কিছু পড়েনি। ক্ষয়ক্ষতিরও খবর নেই। এদিকে সোশাল মিডিয়ায় অনেকের দাবি, এই ঘটনা আসলে উল্কাপাতের। তবে চিনা রকেটও হতে পারে বলে দাবি অনেকের। যদিও সেই দাবি নস্যাৎ করেও দিয়েছেন বহু নেটিজেন। সব মিলিয়ে বৃহস্পতিবাসরীয় সন্ধ্যার ওই রহস্যময় আলো ঘিরে জলপাইগুড়িজুড়ে জল্পনা তুঙ্গে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জলপাইগুড়ির আকাশে দেখা গেল রহস্যময় আলো। যাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল জেলাজুড়ে।
  • সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিও ও ছবি।
  • জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী জানিয়েছেন, কোথাও কিছু পড়েনি। ক্ষয়ক্ষতিরও খবর নেই।
Advertisement