shono
Advertisement
Yuzvendra Chahal

ডেঙ্গু, চিকুনগুনিয়ায় আক্রান্ত যুজবেন্দ্র চাহাল! নিজেই জানালেন তারকা লেগস্পিনার

একসঙ্গে জোড়া অসুখে আক্রান্ত চাহাল!
Published By: Biswadip DeyPosted: 10:15 PM Dec 18, 2025Updated: 10:43 PM Dec 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা ভালো যাচ্ছে না তারকা লেগস্পিনার যজুবেন্দ্র চাহালের। বেশ কিছুদিন ধরে টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনেও উত্থান-পতনের মুখোমুখি হয়েছেন। এবার জানা গেল একই সঙ্গে জোড়া বিপজ্জনক অসুখে আক্রান্ত হয়েছেন তিনি। আর সেই কারণেই বৃহস্পতিবারের সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে খেলা হয়নি তাঁর। শেষবার তাঁকে ক্রিকেট খেলতে দেখা গিয়েছিল গত ৩০ নভেম্বর।

Advertisement

বৃহস্পতিবার পুণেতে হরিয়ানা এবং ঝাড়খণ্ডের মধ্যে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনাল ছিল। কিন্তু দেখা যায় চাহাল হরিয়ানা দলে নেই। তিনি অবশ্য আগের কয়েকটি ম্যাচে খেলতে পারেননি। কিন্তু কারণ জানানো হয়নি। অবশেষে ফাইনালের দিনই নিজের অসুখ সম্পর্কে সকলকে জানালেন চাহাল। এবং সেটা ম্যাচের আগেই।

সোশাল মিডিয়ায় একটি পোস্টে চাহাল জানিয়েছেন, তিনি একসঙ্গে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার সঙ্গে লড়াই করছেন। ডাক্তাররা তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। চাহাল লিখেছেন, 'সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালের জন্য আমার দল হরিয়ানাকে শুভেচ্ছা। আমি দলের অংশ হতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার সঙ্গে লড়াই করছি, যা আমার স্বাস্থ্যের উপর রীতিমতো প্রভাব ফেলেছে। ডাক্তাররা আমাকে কেবলই বিশ্রাম এবং স্বাস্থ্য পুনরুদ্ধারের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন। আমি শীঘ্রই পূর্ণ শক্তি এবং বোলিং নিয়ে মাঠে ফিরে আসব।'

প্রতিযোগিতার শুরুতে, ৩৫ বছর বয়সি যুজবেন্দ্র চাহাল হরিয়ানা দলের স্কোয়াডে ছিলেন। তবে মাত্র তিনটি ম্যাচ খেলার পরই তিনি টুর্নামেন্ট থেকে ছিটকে যান। এই তিনটি ম্যাচও তাঁর জন্য খুব একটা ভালো যায়নি। মাত্র চারটি উইকেট নিয়েছিলেন চাহাল। রানও দেন প্রচুর। তবে, ফাইনালে তাঁর না খেলাটা একটা ফ্যাক্টর হয়ে উঠেছে বলেও মনে করা হচ্ছে। ঝাড়খণ্ডের ব্যাটসম্যানরা হরিয়ানার বোলারদের পিটিয়ে ২৬২ রান তুলে ফেলেছিল। চাহালের অভিজ্ঞতা রানের বন্যাকে রুখতে সাহায্য করতে পারত বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ডেঙ্গু, চিকুনগুনিয়ায় আক্রান্ত যুজবেন্দ্র চাহাল।
  • সোশাল মিডিয়ায় নিজেই এই খবর দিয়েছেন তারকা লেগস্পিনার।
  • আর সেই কারণেই সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে খেলা হল না তাঁর।
Advertisement