সৌরভ মাজি, বর্ধমান: প্রার্থী হয়ে ভোট প্রচারে এসে শুনতে হয়েছিল, ভোটে লড়বেন যে কর্মী কোথায়! বিরোধীরাও কটাক্ষ করেছিল। তাঁদেরই যেন যোগ্য জবাব দিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রণজিৎ মুখোপাধ্যায়। প্রযুক্তির ব্যবহারে একটা মিসড কলেই এখন হওয়া যাচ্ছে কংগ্রেস প্রার্থীর কর্মী, কংগ্রেসের কর্মী। শুক্রবার রাত থেকে সেই মোবাইল নম্বর ছড়িয়ে দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। ঘরের কোণে বসে থাকা কংগ্রেস কর্মী-সমর্থকরা যেন সেই সূত্রেই ফের সক্রিয় হয়ে উঠতে শুরু করেছেন। মিসড কল দিয়ে কংগ্রেসের হয়ে ফের কাজ করার তাগিদ অনুভব করছেন। এমন অভিনব উদ্যোগে, টেকস্যাভি এই পদ্ধতিতে নবীন প্রজন্মর কাছেও সাড়া পড়েছে। ২৪ ঘণ্টার মধ্যেই অসংখ্য মিসড কল এসেছে।
[ আরও পড়ুন: শব্দবিধি না মানলে খারিজ হতে পারে প্রার্থীপদ, সব দলকে চিঠি নির্বাচন কমিশনের]
কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও রণজিৎবাবুর ছবি দেওয়া পোস্টারও হচ্ছে। তাতে লেখা থাকছে, জয়েন মি ইন মাই ফাইট গিভ এ মিসড কল। সঙ্গে দেওয়া রয়েছে ৮৮৮২৯২৪৪৮৮ মোবাইল নম্বর। এতে মিসড কল দিলেই একটা এসএমএস চলে আসবে। তাতে দেওয়া লিংকে ক্লিক করলে একটা পেজ খুলবে। নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেল আইডি দিয়ে ফর্ম পূর্ণ করতে হবে। কর্মী কী ধরনের কাজ করতে চান, দলের হয়ে সেই সংক্রান্ত তিনটি অপশনও সেখানে থাকছে, অন গ্রাউন্ড, কল পিপল ও সোশ্যাল মিডিয়া। পছন্দেরটা বেছে নিতে হবে। রণজিৎবাবু বলেন, “অনেকেই বলেছিলেন কর্মী কোথায়। এইভাবে এখনই প্রচুর মানুষ মিসড কল দিয়ে দলের হয়ে কাজ করতে চেয়েছেন। বাড়ি বাড়ি নিজে গিয়ে হয়তো পৌঁছতে পারব না। কিন্তু এইভাবে সব ভোটারের কাছেই পৌঁছে যাব।”
The post মিসড কল দিয়েই লড়াইয়ের সঙ্গী খুঁজছেন বর্ধমান-দুর্গাপুরের কংগ্রেস প্রার্থী! appeared first on Sangbad Pratidin.
