Advertisement
আলো ঝলমলে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্কে ক্রিসমাস কার্নিভালের সূচনা মুখ্যমন্ত্রীর
আলোর মালায় সাজানো কলকাতার ছবি দেখুন।
বছর শেষের পথে। তবে শেষবেলাতেও উৎসবের রেশ। আসছে বড়দিন। তবে তার একসপ্তাহ আগেই কলকাতা শহর মেতে উঠল ক্রিসমাস কার্নিভালে। বৃহস্পতিবারের সন্ধ্যায় পার্ক স্ট্রিটের ছবিতেই তার প্রতিফলন। আলোয় আলোয় ভরে গিয়েছে কলকাতাবাসীর প্রিয় রাস্তা। ছবি: সুখময় সেন।
কোথাও বড় ক্রিসমাস ট্রি, কোথাও আলোর মালা। গোটা রাস্তা সেজে উঠেছে নতুন করে। এ আলো ক্রিসমাসের আলো, যিশুখ্রিস্টের আবির্ভাব দিবস এগিয়ে আসার আনন্দ যেন ছড়িয়ে পড়েছে। শহর কলকাতার বুকে যেন একচিলতে বিদেশ। বড়দিনই এখানে বড় উৎসব। ছবি: সুখময় সেন।
খ্রিস্টানদের কাছে গোটা ডিসেম্বর মাসই বড় আনন্দের। ঘর সাজানো থেকে শুরু করে উপহার কেনা, কেক তৈরি, নতুন পোশাকে বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানো - বছর শেষের বিষণ্ণতা যেন নিমেষে উধাও হয়ে যায়। পার্ক স্ট্রিটে এখন তেমনই ঝলমলে পরিবেশ। মাথায় লাল-সাদা সান্টা টুপি পরে এখনই সকলে বেরিয়ে পড়েছেন রাস্তায়। ছবি: সুখময় সেন।
পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক ঘিরে কলকাতায় মূলত বড়দিন সেলিব্রেট করা হয়। গত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখানে ক্রিসমাস কার্নিভালের শুরু হয়েছে। অ্যালেন পার্ক নতুন করে সেজে ওঠে ক্রিসমাস ট্রি, জিঙ্গেল বেল আর রকমারি উপহারে। বৃহস্পতিবার সেখানে গিয়ে কার্নিভালের সূচনা করলেন মুখ্যমন্ত্রী।ছবি: সুখময় সেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে সাদা পোশাকে একঝাঁক কচিকাঁচা যেন স্বর্গের দূত! ক্রিসমাস কার্নিভালে গা ভাসিয়ে দিয়েছে তারা। আর তাদের দেখে শহরবাসীও বছরশেষে উৎসবের ভরপুর আমেজ মেখে নিয়েছেন। হাল্কা শীতে পার্ক স্ট্রিটের পথ যেন মায়ানগরী। ছবি: সুখময় সেন।
অ্যালেন পার্কের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা গেল ক্রিস্টান সম্প্রদায়ের শীর্ষ প্রতিনিধিদের। একসঙ্গে প্রদীপ জ্বালিয়ে ক্রিসমাস কার্নিভালের সূচনা করলেন তাঁরা। যিশু আগমনের আলোয় যেন উদ্ভাসিত চারপাশ। ছবি: সুখময় সেন।
এই মঞ্চ থেকে ফের সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, "আজকাল যে কোনও উৎসবকে কেন্দ্র করে সব জায়গা সেজে ওঠে। আমরা সব ধর্ম, বর্ণকে সম্মান করি। জানি না কেন আমাদের কেউ কেউ নিন্দা করে। প্রতিটা উৎসবই তো আমরা করি। আমার বাংলার মানুষেরা মেলা থেকে খেলা সবটাই ভালবাসে। মেলা-খেলা সারা বিশ্বকে যুক্ত করে। এটা একটা কমন ব্রিজ।''
Published By: Sucheta SenguptaPosted: 09:31 PM Dec 18, 2025Updated: 09:31 PM Dec 18, 2025
Sangbad Pratidin News App
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
