নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: মঙ্গলবার থেকে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হয়েছে পুণ্যস্নান, ৭ দিনব্যাপি মতুয়া ধর্মমেলা। সে কারণে হাজার হাজার মতুয়া ভক্ত ঠাকুরবাড়িতে আসছেন পুণ্যস্নান করতে। বুধবার দুপুরে ঠাকুরবাড়িতে উপস্থিত হয়ে কামনা সাগরে পুণ্যস্নান করলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সৌরভ প্রসাদ। ঠাকুরবাড়ির কামনা সাগরে স্নান সেরে চলে যান হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে৷ সেখানে
পুজো দেন তিনি৷ ডঙ্কা বাজিয়ে অন্যান্য ভক্তদের সঙ্গে নাচে পা মেলান কংগ্রেস প্রার্থী। এরপর বড়মা বীণাপাণি দেবীর ছোট ছেলে মঞ্জুলকৃষ্ণ ঠাকুর, পুত্রবধূ মমতাবালা ঠাকুর-সহ ঠাকুরবাড়ির সদস্যদের প্রণাম করেন তিনি৷
[আরও পড়ুন: মতুয়া ঠাকুরবাড়ির পূণ্যস্নানেও মতানৈক্য, স্পষ্ট রাজনৈতিক লড়াই]
সৌরভ প্রসাদ জানান, “বনগাঁর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছি। লোকসভা কেন্দ্রের পুণ্যভূমি ঠাকুরনগরের কামনা সাগরে পুণ্যস্নান চলছে, সে কারণে ঠাকুরবাড়ি এসে স্নান করে পুজো দিলাম।” প্রণাম প্রসঙ্গে তিনি জানান, “এখানে ধর্মীয় কারণে এসেছি রাজনীতি করতে নয়, তাই ঠাকুরবাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্যদের সামনে দেখে প্রণাম করে আশীর্বাদ নিলাম। লোকসভা নির্বাচন এবারে বনগাঁ লোকসভা কেন্দ্রে চতুর্মুখী লড়াই৷ তারমধ্যে প্রধান দুই পক্ষ বিজেপি ও তৃণমূল। ঠাকুরবাড়ির বউমা মমতাবালা ঠাকুর এবারে তৃণমূল প্রার্থী, অন্যদিকে ঠাকুরবাড়ির ছেলে শান্তনু ঠাকুর বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ পরিবারের দুই প্রার্থী মুখে রাজনীতির কথা না বললেও ঠাকুরবাড়িকেই রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করছেন বলে মনে করেন অনেক মতুয়া ভক্তরাই। এর মধ্যে ঠাকুরবাড়িতে কংগ্রেস প্রার্থীর উপস্থিতি কৌশলে রাজনৈতিক প্রচার বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
The post ঠাকুরবাড়িতে পুণ্যস্নান বনগাঁর কংগ্রেস প্রার্থীর, প্রণাম করলেন মমতাবালা-মঞ্জুলকে appeared first on Sangbad Pratidin.
