অরিজিৎ গুপ্ত, হাওড়া: বিপর্যস্ত বেলগাছিয়ায় পুলিশি বাধার মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। উর্দিধারীদের সঙ্গে তুমুল বচসায় জড়ালেন কংগ্রেসের নেতা-কর্মীরা। উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি,যাতে গোটা পরিস্থিতি প্রকাশ্যে না আসে সেই কারণেই বাধা দেওয়া হচ্ছে। এদিকে পালটা পুলিশের দাবি, সঙ্গে দলীয় পতাকা থাকায় অনুমতি দেওয়া যায়নি শুভঙ্করবাবুদের।

ভাগাড়ে ধস, পাইপ লাইনে ফাটল, জলবন্ধ, পরবর্তীতে বাড়ি ও রাস্তায় ফাটলকে কেন্দ্র করে উত্তপ্ত হাওড়ার বেলগাছিয়া। রবিবার সেখানে গিয়ে বাধার মুখে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আঁচড়ও লাগে তাঁর। সেই ঘটনাকে কেন্দ্র প্রবল উত্তেজনা ছড়িয়েছিল। মঙ্গলবার সকালে বেলগাছিয়া যান প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সঙ্গে ছিলেন দলের নেতা-কর্মীরা। কিন্তু বিপর্যস্ত এলাকায় ঢোকার অনুমতি পাননি তাঁরা। পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। দীর্ঘক্ষণ অশান্তি চললেও বেলগাছিয়ায় প্রবেশের অনুমতি পাননি শুভঙ্করবাবুরা। এরপরই পুলিশের ভূমিকায় একরাশ ক্ষোভ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
শুভঙ্কর সরকারের কথায়, "পুলিশের আধিকারিকরা তো চাকরি করেন। নবান্ন বেশি দূর নয়। যারা দাঁড়িয়ে আছেন আমাকে আটকানোর জন্য, এরা যদি আমাকে অ্যালাউ করেন, তাহলে এনাদের কাল বদলি করে দেওয়া হবে।" এদিকে পুলিশের দাবি, কংগ্রেস নেতা-কর্মীরা ত্রাণ নিয়ে যাননি। তাঁরা দলীয় পতাকা নিয়ে এলাকায় ঢুকতে চেয়েছিলেন। সেই কারণেই তাঁদের বাধা দেওয়া হয়েছে বিপর্যস্ত এলাকায় ঢুকতে।