shono
Advertisement

তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, গুরুতর জখম দুর্গাপুরের এক সার্কেল ইন্সপেক্টর

ইট, বাঁশ নিয়ে পুলিশের উপর গ্রামবাসীরা হামলা চালায় বলে অভিযোগ৷ The post তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, গুরুতর জখম দুর্গাপুরের এক সার্কেল ইন্সপেক্টর appeared first on Sangbad Pratidin.
Posted: 11:12 AM Jun 18, 2019Updated: 12:39 PM Jun 18, 2019

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর:  ফের আক্রান্ত পুলিশ৷ সোমবার রাতে দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকায় তল্লাশি অভিযানে গেলে পুলিশকর্মীদের উপর চড়াও হন গ্রামবাসীরা৷ ইট ও বাঁশের আঘাতে জখম আইসি-সহ তিন পুলিশকর্মী৷ ঘটনার পর আজ সকালেও ডিসিপির নেতৃত্বে ঘটনাস্থলে ফের তল্লাশি চলে৷ মোতায়েন পুলিশ বাহিনী৷

Advertisement

[ আরও পড়ুন: সংকটকালে পুত্রের জন্ম, চিকিৎসকদের উপর ‘আস্থা’ থেকেই নামকরণ]

তৃণমূলের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘিরে উত্তপ্ত দুর্গাপুরের ফরিদপুরের প্যাটশ্যাওড়া গ্রাম। চলে বোমাবাজিও৷ অভিযোগ, বিজেপি কর্মীরাই একাজ করেছেন৷ অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুর থানা ঘেরাও করেন তৃণমূল কর্মী-সমর্থকরা৷ ওসি অনির্বাণ বসু বিজেপির হয়ে কাজ করছেন বলে অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয়৷ সেসময় পশ্চিম বর্ধমানের তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘পুলিশকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছি৷ অভিযুক্ত বিজেপি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে৷ না নিলে আমরা দেখব৷’

তারপরেই সোমবার রাতে পাটশ্যাওড়া গ্রামে রাতে অভিযান চালায় পুলিশ৷ তাতেই গ্রামবাসীদের আক্রমণের মুখে পড়েন সার্কেল ইন্সপেক্টর অমিতাভ সেন এবং ওসি অনির্বাণ বসু৷ তাঁদের লক্ষ্য করে ইট ছোঁড়া হয়৷ আহত হন বুদ্ধদেব গায়েন নামে এক কনস্টেবলও৷ তাঁদের উদ্ধার করে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে৷ সার্কেল ইন্সপেক্টর অমিতাভ সেনের অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে খবর৷

[ আরও পড়ুন: জট কাটিয়ে সচল রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, কর্মমুখর এনআরএস-সহ রাজ্যের হাসপাতালগুলি]

এরপর আজ, মঙ্গলবার সকালেও ওই গ্রামে ফের অভিযান চালাতে যায় আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদির নেতৃত্বে একটি দল৷ সঙ্গে ছিলেন প্রচুর পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ার, ব়্যাফ৷ গ্রেপ্তার করা হয়েছে চিরঞ্জিত বাউড়ি ও কালু বাউড়ি নামে দুজনকে৷ এর আগে এই এলাকার ধবনি গ্রামে বিজেপির বিজয় মিছিল ঘিরে চলে হামলা৷ চলে গুলিও৷ সেই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ ওঠায়, পুলিশ এলাকার তৃণমূল কর্মীদের ধরপাকড় করছিল বলে পালটা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখা দেয়৷ তারপর এই ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হল৷

ছবি: উদয়ন গুহরায়৷ 

The post তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত পুলিশ, গুরুতর জখম দুর্গাপুরের এক সার্কেল ইন্সপেক্টর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement