রাজা দাস, বালুরঘাট: ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার প্রেমিক যুগলের মৃতদেহ। পরিবারের পক্ষ থেকে সম্পর্ক মেনে না নেওয়ার কারণে, যুবক-যুবতী আত্মঘাতী হয়েছে বলে অনুমান পুলিশ ও অন্যান্যদের। বুধবার সন্ধ্যার ঘটনায় চাঞ্চল্য বালুরঘাট থানার বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দূর্লভপুর এলাকায়।
জানা গিয়েছে, মৃত যুবকের নাম কুন্তল (৩০) এবং যুবতীর নাম ফিরশিলা মিঞ্জি। তারা একই গ্রামের বাসিন্দা। গত পাঁচ বছর আগে বালুরঘাট কলেজে পঠনপাঠনের সময় তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু তাদের সেই সম্পর্ক পরিবারের লোকেরা মানতে চাইনি বলে অভিযোগ। এর মধ্যে প্রেমিক কুন্তলের ঘরে একই ওড়নায় দুইজনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃত যুবক কুন্তল পাহানের বোন অনিতা পাহান বলেন, এই সম্পর্কের কথা পরিবারের লোক জানত। কিন্তু তাদের সমাজ এটা মানতে চায় না। এর মধ্যে এমন ঘটনা ঘটবে তারা তা ভাবতে পারেননি।
[সরু হাতে নেই আঙুল, ঝাঁটা বানিয়ে পরিবার টানছেন প্রতিবন্ধী যুবক]
The post সম্পর্ক মেনে নেয়নি পরিবার, আত্মঘাতী যুগল appeared first on Sangbad Pratidin.
