shono
Advertisement
Birbhum

মর্মান্তিক! বিয়ের বাজার সেরে ফেরার পথে স্কুটি-বাস মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হবু দম্পতির

ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Published By: Subhankar PatraPosted: 09:24 PM Feb 20, 2025Updated: 09:55 PM Feb 20, 2025

নন্দন দত্ত, সিউড়ি: আনন্দের সুর মুহূর্তে বদলে গেল বিষাদে। মার্চ মাসে বিয়ে ঠিক হয়েছিল তরুণ-তরুণীর। তার আগে বৃহস্পতিবার কেনাকাটি করতে বেরিয়েছিলেন হবু দম্পতি। বাড়ি ফেরার পথে বাস ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁদের। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে নলহাটি থানার পাইকপাড়া মোড়ে। পুলিশ দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণের নাম জ্যোতির্ময় দাস। তিনি নলহাটি থানার স্বাধীনপুর এলাকার বাসিন্দা। তরুণী রাসমণি দাস। তিনি কানিওর এলাকার বাসিন্দা। জ্যোতির্ময় তাঁর হবু স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে আসে কেনাকাটির জন্য। নলহাটি বাজারে তাঁরা বিয়ের পোশাক কেনেন। বাজার করার পর রাসমণিকে স্কুটি করে বাড়ি দিয়ে আসার সময় দুর্ঘটনার মুখে পড়ে তাঁদের স্কুটি। পাইকপাড়ার মোড়ে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। খবর দেওয়া দুজনের পরিবারে। রামপুরহাট হাসপাতালে আসেন তাঁরা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আনন্দের সুর মুহূর্তে বদলে গেল বিষাদে। মার্চ মাসে বিয়ে ঠিক হয়েছিল তরুণ-তরুণীর।
  • তার আগে বৃহস্পতিবার কেনাকাটি করতে বেরিয়েছিলেন হবু দম্পতি।
  • বাড়ি ফেরার পথে বাস ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তাঁদের।
Advertisement