shono
Advertisement
Habra

মর্মান্তিক! রেললাইনে শুয়ে স্বামী, বাঁচাতে ছুটলেন স্ত্রী, হাবড়ায় ট্রেন পিষে দিল দু'জনকেই

দুই সন্তানকে রেখে মা-বাবার এভাবে চলে যাওয়ায় অত্যন্ত মর্মাহত আত্মীয়, প্রতিবেশী সকলে।
Published By: Sucheta SenguptaPosted: 07:40 PM Feb 21, 2025Updated: 07:59 PM Feb 21, 2025

সুব্রত বিশ্বাস ও অর্ণব দাস: মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল হাবড়ার জয়গাছি। দাম্পত্য অশান্তির জেরে স্বামী-স্ত্রীর ভয়াবহ মৃত্যু হল ট্রেনের ধাক্কায়। মা-বাবাকে একসঙ্গে হারিয়ে অথৈ জলে দুই ছোট সন্তান। শুক্রবার বিকেলের ঘটনায় শোকস্তব্ধ গোটা পাড়া। রেল পুলিশ খবর পেয়ে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Advertisement

হাবড়ায় মৃত স্ত্রী সুনন্দা সাহা। নিজস্ব চিত্র।

পুলিশ ও প্রতিবেশী সূত্রে জানা যাচ্ছে, হাবড়ার জয়গাছি ৩০ নং রেলগেট এলাকার বাসিন্দা তিন্নাথ সাহা। স্ত্রী সুনন্দা ও দুই সন্তানকে নিয়ে থাকেন। বছর চারেক আগে দুর্ঘটনায় তিন্নাথ হারিয়েছিলেন পা। সেই থেকে বাড়িতেই ছোট একটি দোকান খুলে কোনও রকমে সংসার চালাতেন তিনি। স্ত্রী সুনন্দা বাড়ি বাড়ি কাজ করতেন। মদ্যপানের নেশা ছিল তিন্নাথের। তা নিয়ে স্ত্রী সুনন্দার সঙ্গে মাঝেমধ্যেই অশান্তি লাগত। তবে শুক্রবার তা চরমে ওঠে।

প্রত্যক্ষদর্শীরা জানালেন, স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক অশান্তি প্রায়ই লেগে থাকত। তবে এদিন যা হল, তা কেউ ভাবতে পারেননি। স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হলে, তিন্নাথ ভয় দেখানোর জন্য বাড়ির পাশে রেললাইনে নিজেকে শেষ করার লক্ষ্যে শুয়ে পড়েন। স্ত্রী দৌড়ে গিয়ে দুর্ঘটনা থেকে স্বামীকে বাঁচানোর চেষ্টা করতে গেলেই ঘটে চরম বিপত্তি। লোকাল ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বামী-স্ত্রী দু'জনেরই। এমন ঘটনায় এলাকায় মুহূর্তে নামে শোকের ছায়া। রেল পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। প্রতিবেশীদের দাবি, এমন আচমকা দুর্ঘটনা ঘটে গেল যে কাউকেই বাঁচানো গেল না। হয়ত তিন্নাথ-সুনন্দা নিজেরাও বুঝতে পারেননি যে জীবনটা এভাবে শেষ হয়ে যাবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাবড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, ট্রেন পিষে দিল স্বামী-স্ত্রীকে।
  • স্বামী আত্মহত্যার জন্য রেললাইনে শুয়ে পড়লে তাঁকে বাঁচাতে ছুটে যান স্ত্রী।
  • তারপরই এমন দুর্ঘটনা।
Advertisement